kalerkantho

মঙ্গলবার । ৬ আশ্বিন ১৪২৮। ২১ সেপ্টেম্বর ২০২১। ১৩ সফর ১৪৪৩

প্রীতিলতা পরী

রংবেরং প্রতিবেদক   

২৪ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপ্রীতিলতা পরী

ঈদুল আজহার রাতে ব্রিটিশবিরোধী আন্দোলনে শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদার যেন ফিরে এলেন নতুন রূপে! রাশিদ পলাশের চলচ্চিত্র ‘প্রীতিলতা’র ফার্স্ট লুক প্রকাশিত হলো সেদিন। সেখানে ‘প্রীতিলতা’রূপী পরীমনিকে দেখে চমকে গেছেন অনেকেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রীর লুকের ব্যাপক প্রশংসা ঝরেছে। প্রায় ১০০ বছর (৮৯ বছর) আগে বেঙ্গল পুলিশের সিআইডি প্রীতিলতার একটি ছবি দিয়ে নোটিশ জারি করেছিল। তাতে লেখা ছিল, ‘ওয়াদ্দেদারের প্রকাশিত ফটোগুলোর মধ্যে প্রথম ফটোটি মিস প্রীতির ছাত্রাবস্থায় তোলা, যখন তিনি ঢাকায় ইন্টারমিডিয়েট কলেজে পড়তেন।’ সেই ছবিটির প্রীতিলতাকে পরীমনির মধ্যে আবিষ্কার করেছেন ডিজাইনার বিপ্লব সাহা। অতীতে বলিউড, টালিউড, ঢালিউড ও বাংলাদেশের নাটকে প্রীতিলতা হয়েছেন বনানী চৌধুরী, বিশাখা সিং, ভেগা টামোটিয়া, রোবেনা রেজা জুঁই ও নুসরাত ইমরোজ তিশা। পরীমনির লুকটা যেন সবাইকে ছাপিয়ে গেল। গোলাম রাব্বানির চিত্রনাট্যে ছবিটির শুটিং শুরু হয়েছিল বেশ কিছুদিন আগেই। করোনার কারণে আপাতত বন্ধ, আগস্টে ফের শুটিং হওয়ার কথা। এর আগে নিজের মধ্যে প্রীতিলতাকে পুরোপুরি ধারণ করতে চান পরীমনি।সাতদিনের সেরা