kalerkantho

রবিবার । ১৭ শ্রাবণ ১৪২৮। ১ আগস্ট ২০২১। ২১ জিলহজ ১৪৪২

জানা গেল গিঁট রহস্য

রংবেরং ডেস্ক   

২৪ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেজানা গেল গিঁট রহস্য

১৯৭৫ সালে যশ চোপড়ার ‘দিওয়ার’ দিয়ে ‘অ্যাংরি ইয়ং ম্যান’ লুকে যাত্রা শুরু হয় অমিতাভ বচ্চনের। ‘ঠোঁটে জ্বলন্ত সিগারেট, কাঁধে পেঁচিয়ে রাখা সাদা দড়ি, ডেনিম জিন্স আর কোমরে গিঁট দেওয়া গাঢ় নীল শার্ট—‘দিওয়ার’-এ অমিতাভের লুক হয়ে উঠেছিল আইকনিক। বিশেষ করে তখনকার তরুণদের কাছে গিঁট দিয়ে শার্ট পরা হয়েছিল ‘অবশ্যকর্তব্য’। ইনস্টাগ্রাম পোস্টে অমিতাভ জানালেন গিঁট দিয়ে শার্ট পরার রহস্য, ‘গিঁট দেওয়া শার্টের পেছনে একটা গল্প আছে বন্ধুরা...এটা ছিল শুটিংয়ের প্রথম দিন...শট রেডি, ক্যামেরা চালু হবে হবে। তখনই জানা গেল শার্টটি অনেক লম্বা...পরলে হাঁটু ছাড়িয়ে চলে যাচ্ছে... পরিচালক শট নেওয়ার জন্য অস্থির, নতুন শার্টের জন্য অপেক্ষার সময় নেই...তাই কোমরের কাছে গিঁট দিয়ে দিলাম, এরপর...।’ এরপর বাকিটা যে ইতিহাস বলাই বাহুল্য।

 সূত্র : হিন্দুস্থান টাইমসসাতদিনের সেরা