kalerkantho

রবিবার । ১০ শ্রাবণ ১৪২৮। ২৫ জুলাই ২০২১। ১৪ জিলহজ ১৪৪২

আরো খবর

২২ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআরো খবর

আলিয়া ভাট

>    দ্রুতই বুদাপেস্টে ‘ব্রহ্মাস্ত্র’র শেষ কিস্তির কাজ শুরু করবেন রণবির কাপুর-আলিয়া ভাট। ২০১৮ সাল থেকে শুটিং চলছে অয়ন মুখোপাধ্যায়ের ছবিটির। এতে আরো আছেন অমিতাভ বচ্চন, চিরঞ্জীবী ও মৌনি রায়।

>    বিদ্যা বালানের ‘শেরনি’র ভূয়সী প্রশংসা করেছেন ক্যাটরিনা কাইফ। ‘বরাবরের মতো বিদ্যা বালানকে পর্দায় দেখা আনন্দের,’ ইনস্টাগ্রামে লিখেছেন ক্যাট।

>    আসছে উইল স্মিথের আত্মজীবনী ‘উইল’। সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেতা জানিয়েছেন, বইটির জন্য দুই বছর ধরে তিনি কঠোর পরিশ্রম করছেন। ‘উইল’ প্রকাশ পাবে ৯ নভেম্বর।

>    মুক্তির পরেই যুক্তরাষ্ট্রের বক্স অফিসের শীর্ষে চলে এসেছে তারকাবহুল ছবি ‘দ্য হিটম্যানস ওয়াইফস বডিগার্ড’। ছবিটিতে অভিনয় করেছেন স্যামুয়েল এল জ্যাকসন, সালমা হায়েক ও রায়ান রেনল্ডস।সাতদিনের সেরা