kalerkantho

বৃহস্পতিবার । ১৪ শ্রাবণ ১৪২৮। ২৯ জুলাই ২০২১। ১৮ জিলহজ ১৪৪২

আরো খবর

২১ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআরো খবর

মাহিয়া মাহি

♦  ডি এ তায়েবের সঙ্গে জুটি বেঁধেছেন অপু বিশ্বাস। ‘ঈশা খাঁ’ ছবিতে দেখা যাবে তাঁদের। পরিচালনা করবেন ডায়েল রহমান।

♦  অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবীব নাসিম অমিতাভ রেজার ‘মুন্সিয়ানা’ ছবিতে অভিনয় করছেন। রায়হান রাফির ‘দামাল’ ছবিতেও দেখা যাবে তাঁকে।

♦  দেড় বছর পর ফের চালু হচ্ছে মতিঝিলের মধুমিতা হল। করোনার কারণে এত দিন হলটি বন্ধ ছিল। শাকিব খানের ‘নবাব এলএলবি’ ছবিটি চলবে ২৫ জুন থেকে।

♦  মাহিয়া মাহির বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে।

♦  নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাষ্ট্র গেছেন রজনীকান্ত।

♦  ‘উড়তা পাঞ্জাব’-এর টমি সিং চরিত্রের জন্য ব্রিটিশ অভিনেতা রিজ আহমেদের কথা ভেবেছিলেন চিত্রনাট্যকার সুদীপ শর্মা। ছবিটির পাঁচ বছর পূর্তি উপলক্ষে এক সাক্ষাৎকারে এ তথ্য দেন সুদীপ। তবে শেষ পর্যন্ত বহুল প্রশংসিত ছবিতে অভিনয় করেন শহিদ কাপুর।

♦  প্রকাশিত হয়েছে নীনা গুপ্তার আত্মজীবনী ‘সচ কহু তো’।

♦  নতুন ছবিতে বিদ্যা বালানের বিপরীতে দেখা যাবে ‘স্ক্যাম ১৯৯২’খ্যাত প্রতীক গান্ধীকে।