kalerkantho

বুধবার । ১৩ শ্রাবণ ১৪২৮। ২৮ জুলাই ২০২১। ১৭ জিলহজ ১৪৪২

আবার জুটি হচ্ছেন

রংবেরং ডেস্ক   

২১ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআবার জুটি হচ্ছেন

পরিচালক ইমতিয়াজ আলির সঙ্গে নিজের ক্যারিয়ারের অন্যতম বড় হিট ‘রকস্টার’ করেছেন রণবির কাপুর। এরপর এই পরিচালক-অভিনেতা জুটির ‘তামাশা’ও ব্যাপকভাবে প্রশংসিত হয়। ছয় বছর পর ফের জুটি বাঁধছেন দুজন। ইমতিয়াজ আলির নাম ঠিক না হওয়া ছবিতে অভিনয় করতে যাচ্ছেন রণবির। আনুষ্ঠানিক চুক্তি না হলেও বিভিন্ন সূত্র জানিয়েছে, চিত্রনাট্য শোনার পর অভিনয়ের ব্যাপারে প্রাথমিক সম্মতি দিয়েছেন রণবির। আগে শোনা গিয়েছিল ছবিটি হবে বিতর্কিত পাঞ্জাবি গায়ক অমর সিং চামকিলার বায়োপিক। কিন্তু ইমতিয়াজ আলির প্রযোজনা প্রতিষ্ঠানের একজন সেই খবর নাচক করে দিয়েছেন। তিনি জানান, আগে ‘রকস্টার’ ছবিতেও গায়কের চরিত্র করেছেন রণবির। তাই একই পরিচালকের সঙ্গে একই ধরনের চরিত্র করবেন না তিনি। ছবিটিতে আত্মহত্যাবিরোধী বার্তা থাকবে বলে জানা গেছে। মুক্তির অপেক্ষায় তৈরি আছে রণবিরের দুই ছবি—‘ব্রহ্মাস্ত্র’ ও ‘শমশেরা’। এ ছাড়া শুটিং চলছে লাভ রঞ্জন ও সন্দীপ রেড্ডি ভাঙ্গার নতুন ছবির। এ দুই ছবি শেষেই অভিনেতা শুরু করবেন ইমতিয়াজের ছবির কাজ।

সূত্র : ফিল্মফেয়ার