kalerkantho

বুধবার । ২০ শ্রাবণ ১৪২৮। ৪ আগস্ট ২০২১। ২৪ জিলহজ ১৪৪২

দীপিকার নতুন উদ্যোগ

রংবেরং ডেস্ক   

১৯ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদীপিকার নতুন উদ্যোগ

দীপিকা পাড়ুকোন

দীপিকা পাড়ুকোন নিজে দীর্ঘদিন বিষণ্নতায় ভুগেছেন। কিছুদিন আগে সাধারণ মানুষকে মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতন করে শুরু করেন লিভ লাভ লাফ ফাউন্ডেশন। এবার চেইন অব ওয়েল-বিয়িং নামে নতুন একটি উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছেন অভিনেত্রী। মূলত মহামারির এই কঠিন সময়ে সাধারণ মানুষের মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে কাজ করবে চেইন অব ওয়েল-বিয়িং। দীপিকা ছাড়াও এই উদ্যোগের সঙ্গে যুক্ত জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ ও সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম। গত বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রাম পেজে চেইন অব ওয়েল-বিয়িংয়ের ঘোষণা দিয়ে দীপিকা লিখেছেন, ‘এই অন্ধকার সময়ে ভালো থাকার পথ দেখাতে চাই।’ ইউনিসেফের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘কভিডের কারণে শিশুদের মনোজগতে ভয়াবহ প্রতিক্রিয়া হয়েছে। যারা মা-বাবা হারিয়েছে, তাদের অবস্থা সবচেয়ে খারাপ। এই অবস্থায় তাদের মানসিক সমর্থন দিতে হবে। বোঝাতে হবে তারা একা নয়।’

কভিডের দ্বিতীয় ঢেউ আসার পর দীপিকা নিজেও আক্রান্ত হয়েছিলেন। সুস্থ হয়ে উঠলেও এখনো শুটিংয়ে ফেরেননি অভিনেত্রী।

সূত্র : এনডিটিভিসাতদিনের সেরা