kalerkantho

বুধবার । ২০ শ্রাবণ ১৪২৮। ৪ আগস্ট ২০২১। ২৪ জিলহজ ১৪৪২

প্রথমবার বায়োপিকে

রংবেরং ডেস্ক   

১৯ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপ্রথমবার বায়োপিকে

৩২ বছরের ক্যারিয়ারে নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন সালমান খান। তবে বায়োপিক কখনো করা হয়নি। গেল ১০ বছরে ভারতে নানা পেশার মানুষ নিয়ে ৫০টিরও বেশি বায়োপিক হয়েছে, কোনোটিতেই ছিলেন না ‘ভাইজান’। তবে এবার রবীন্দ্র কৌশিকের জীবন অবলম্বনে সিনেমায় দেখা যেতে পারে তাঁকে। এই রবীন্দ্র ছিলেন ভারতীয় গোয়েন্দা সংস্থা র [রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং]-এর এজেন্ট। ‘ব্ল্যাক টাইগার’ নামে খ্যাত এই গুপ্তচর পরিচয় গোপন করে পাকিস্তান সেনাবাহিনীর কর্মকর্তা পর্যন্ত হয়েছিলেন! তাঁর রোমাঞ্চকর জীবন পর্দায় হাজির করতে চান পরিচালক রাজ কুমার গুপ্ত। রবীন্দ্রর চরিত্রে তিনি নিতে চান সালমানকেই। ছবির চিত্রনাট্য শুনে প্রাথমিকভাবে সম্মতি দিয়েছেন তিনি। কিন্তু ঝামেলা বাধিয়েছে সালমানের ঠাসা শিডিউল। এর মধ্যেই সময় বের করার চেষ্টা করছেন সালমান। তবে ছবির সঙ্গে যুক্ত সূত্র জানিয়েছে, দ্রুতই জটিলতার অবসান হবে। চুক্তির পরেই আসবে আনুষ্ঠানিক ঘোষণা। সাজিদ নাদিয়াদওয়ালা ছবিটির প্রযোজক। রাজ কুমার গুপ্ত সত্য ঘটনা অবলম্বনে থ্রিলার ধাঁচের ছবির জন্য প্রশংসিত। আগে এ ধরনের ‘নো ওয়ান কিলড জেসিকা’, ‘রেইড’, ‘ইন্ডিয়াস মোস্ট ওয়ান্টেড’ বানিয়েছেন।

সূত্র : পিংকভিলাসাতদিনের সেরা