kalerkantho

সোমবার । ১৮ শ্রাবণ ১৪২৮। ২ আগস্ট ২০২১। ২২ জিলহজ ১৪৪২

আরো খবর

১৮ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে♦    যশরাজের সঙ্গে তৃতীয় ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন মানুষী ছিল্লার। শিব রাওয়ালির ছবিতে তাঁর নায়ক আহান পাণ্ডে। এর আগে অক্ষয় কুমার ও ভিকি কৌশলের সঙ্গে আরো দুই ছবিতে চুক্তিবদ্ধ হন সাবেক মিস ওয়ার্ল্ড। কোনোটিই এখনো মুক্তি পায়নি।

♦    মুম্বাইতে বলিউড সিনেমার শুটিং শুরু হলেও করোনা পরিস্থিতির আরো উন্নতি না হলে কাজে ফিরবেন না নওয়াজউদ্দিন সিদ্দিকি। অভিনেতা দ্বিতীয় ঢেউ শুরুর পর থেকেই আছেন নিজের শহর উত্তরাখণ্ডের বুধানায়।

♦    নেটফ্লিক্সের সাইফাই থ্রিলার ছবি ‘অ্যাটলাস’-এ অভিনয় করবেন জেনিফার লোপেজ। একই প্ল্যাটফর্মের জন্য প্রথমবারের মতো কমেডি শো করছেন উইল স্মিথ।  এক ঘণ্টার শোর নাম ‘ভ্যারাইটি স্পেশাল’।সাতদিনের সেরা