kalerkantho

সোমবার । ১৮ শ্রাবণ ১৪২৮। ২ আগস্ট ২০২১। ২২ জিলহজ ১৪৪২

শীর্ষে জনসন

রংবেরং ডেস্ক   

১৮ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেশীর্ষে জনসন

এই সময়ের মার্কিন অভিনেতার মধ্যে সবচেয়ে জনপ্রিয়দের একজন ডোয়াইন জনসন। কয়েক বছর ধরে যেকোনো জরিপেই শুরুর দিকে থাকে তাঁর নাম। ব্যতিক্রম হলো না পিপল ম্যাগাজিনের জরিপেও। ‘হান্ড্রেড রিজনস টু লাভ আমেরিকা’ নামে প্রতিবছরই জরিপ করে ম্যাগাজিনটি। এ বছরের জরিপেই শীর্ষে জায়গা পেয়েছেন রেসলার থেকে অভিনেতা বনে যাওয়া জনসন। এর আগে ২০১৬ সালে একই ম্যাগাজিনের ‘সেক্সিয়েস্ট ম্যান অ্যালাইভ’ও হয়েছিলেন তিনি। এবারের জরিপেও শীর্ষে জায়গা পেয়েই যারপরনাই আনন্দিত জনসন, ‘এটা অবিশ্বাস্য অনুভূতি। ক্যারিয়ারজুড়ে যে ভালোবাসা পেয়েছি সে জন্য নিজেকে সৌভাগ্যবান মনে করি। বড় হওয়ার সময় পিপল ম্যাগাজিনের প্রচ্ছদে স্থান পাওয়া আমার সুদূর কল্পনাতেও ছিল না।’

জনসন এখন ছুটি কাটাচ্ছেন পরিবারের সঙ্গে। দ্রুতই শুরু করবেন নতুন ছবি ‘জাঙ্গল ক্রুজ’-এর প্রচারণা। ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার ধাঁচের ছবিটি মুক্তি পাবে ৩০ জুলাই। ছবিতে তাঁর সঙ্গে আছেন এমিলি ব্লান্টও। একই দিন ছবিটি মুক্তি পাবে স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘ডিজনি প্লাস’-এও।সাতদিনের সেরা