kalerkantho

মঙ্গলবার । ১৯ শ্রাবণ ১৪২৮। ৩ আগস্ট ২০২১। ২৩ জিলহজ ১৪৪২

‘অন্তর্জাল’-এ সুনেরাহ

রংবেরং প্রতিবেদক   

১৭ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে‘অন্তর্জাল’-এ সুনেরাহ

সুনেরাহ বিনতে কামাল

প্রথম ছবি ‘ন ডরাই’তে অভিনয় করেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন সুনেরাহ বিনতে কামাল। এবার দীপংকর দীপনের ‘অন্তর্জাল’ ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি। ১৫ জুন সন্ধ্যায় প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিওসের অফিসে সাইবার থ্রিলার ধাঁচের ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছেন সুনেরাহ। এ সময় অভিনেত্রী ও পরিচালকের সঙ্গে উপস্থিত ছিলেন প্রযোজক মোহাম্মদ আলী হায়দার, মোহাম্মদ সাদেকুল আরেফিন ও শাহ আমীর খসরু। এর আগে গেল সপ্তাহে ছবিটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন সিয়াম আহমেদ।

সুনেরাহ বলেন, ‘চ্যালেঞ্জিং একটি চরিত্র খুঁজছিলাম মনে মনে। এবার সেটা পেয়েছি। গল্পের মধ্যে অ্যাডভেঞ্চার, থ্রিল আছে। নিজেকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করব। রোবটপ্রেমী প্রিয়ম নামে একটি চরিত্র করছি আমি। খুব সহজে এই চরিত্রে  সুযোগ পেয়েছি তা কিন্তু নয়! নির্মাতা আমাকে চূড়ান্ত করার আগে বিভিন্ন প্রশ্নে রীতিমতো ঝালিয়ে নিয়েছেন।’

দীপন বলেন, ‘আমি পয়সা উসুল সিনেমা নির্মাণ করতে পছন্দ করি। বুঝেশুনেই সুনেরাহকে নিয়েছি। চরিত্রটির সঙ্গে তিনি অনায়াসে মানিয়ে নিতে পারবেন বলে মনে হয়েছে।’সাতদিনের সেরা