kalerkantho

মঙ্গলবার । ১৯ শ্রাবণ ১৪২৮। ৩ আগস্ট ২০২১। ২৩ জিলহজ ১৪৪২

বাবার জন্য সন্তানের তথ্যচিত্র

রংবেরং ডেস্ক   

১৭ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবাবার জন্য সন্তানের তথ্যচিত্র

জাদেভ আখতার ও সেলিম খান

বলিউডের কিংবদন্তি চিত্রনাট্যকার জুটি সেলিম খান ও জাভেদ আখতার। সেলিম-জাভেদ নামে এই জুটি ১৯৭১ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত একসঙ্গে ২৪টি সিনেমায় কাজ করেছেন। যার মধ্যে ২২টিই ব্যাবসায়িকভাবে সফল ও সমালোচক প্রশংসিত। এর মধ্যে আছে ‘শোলে’, ‘সিতা অউর গীতা’, ‘জাঞ্জির’, ‘দিওয়ার’, ‘ক্রান্তি’, ‘ডন’-এর মতো ছবি। এবার হিট সেলিম-জাভেদ জুটিকে নিয়ে তৈরি হচ্ছে তথ্যচিত্র। ‘অ্যাংরি ইয়ং ম্যান’ নামের তথ্যচিত্রটির পরিচালক নম্রতা রাও। নম্রতা বলিউডের পরিচিত সম্পাদক। গেল এক দশকে বহু জনপ্রিয় সিনেমার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ‘অ্যাংরি ইয়ং ম্যান’ প্রযোজনা করছেন সেলিম খানের ছেলে সালমান খান ও জাভেদ আখতারের ছেলে-মেয়ে ফারহান আখতার ও যোয়া আখতার। ‘তথ্যচিত্রটি সেলিম-জাভেদ জুটির স্বর্ণযুগের গল্প বলবে’, এক বিবৃতিতে বলেন প্রযোজকরা। সেলিম খান জানিয়েছেন, দুই মাস ধরে এই তথ্যচিত্র নিয়ে ভীষণ ব্যস্ত সময় কাটছে তাঁর। সব ঠিক থাকলে ২০২২ সালের শুরুতেই নেটফ্লিক্সে তথ্যচিত্রটি দেখা যাবে।

                                       সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেসসাতদিনের সেরা