kalerkantho

শুক্রবার । ২২ শ্রাবণ ১৪২৮। ৬ আগস্ট ২০২১। ২৬ জিলহজ ১৪৪২

ইমরানের সুর ও সংগীতে আসিফ

রংবেরং প্রতিবেদক   

১৬ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেইমরানের সুর ও সংগীতে আসিফ

গায়ক পরিচয়ের পাশাপাশি ইমরান মাহমুদুল সুরকার ও সংগীত পরিচালক হিসেবেও সফল। তাঁর সুর ও সংগীতে দেশ-বিদেশের অনেক তারকাশিল্পীই গান করেছেন। প্রথমবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছেন আসিফ আকবর। এর মধ্যে আসিফের জন্য ইমরান দুটি গান তৈরি করেছেন। শিগগির গান দুটিতে কণ্ঠ দেবেন আসিফ। ইমরানের সঙ্গে গান করা প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ‘ইমরান এই প্রজন্মের সবচেয়ে জনপ্রিয় শিল্পী ও সংগীত পরিচালক। আমাদের দুজনের ভক্তদের দীর্ঘদিনের দাবি আমরা যেন একসঙ্গে কাজ করি। এবার ইমরানের প্রতিভার সঙ্গে আমার কণ্ঠ দ্রুতই একাকার হয়ে যাবে।’

ইমরান বলেন, ‘গান দুটি লিখেছেন আহমেদ রিজভী ভাই ও স্নেহাশীষ ঘোষ। এখনো শিরোনাম ঠিক করিনি। একটি গান প্রকাশ পাবে সাউন্ডটেক থেকে, আরেকটি এখনো চূড়ান্ত করিনি। আসিফ ভাইয়ের জন্য গান করার পরিকল্পনা অনেক দিনের। তবে শেষ কয়েকটি বছর আসিফ ভাই এবং আমি এত ব্যস্ত ছিলাম যে সময় করে উঠতে পারিনি। সামনে আরো কিছু পরিকল্পনা আছে আমাদের। ধীরে ধীরে সেগুলোও জানাব।’সাতদিনের সেরা