kalerkantho

শুক্রবার । ১৫ শ্রাবণ ১৪২৮। ৩০ জুলাই ২০২১। ১৯ জিলহজ ১৪৪২

পারিশ্রমিক কমালেন

রংবেরং ডেস্ক   

১৫ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেপারিশ্রমিক কমালেন

গেল বছর নিজের পারিশ্রমিক বাড়িয়ে প্রায় ১২০ কোটি রুপি করেছিলেন অক্ষয় কুমার। এ বছর সেটা আরো বাড়িয়ে দেন। ২০২২ সালের জন্য চারটি ছবি হাতে নিয়েছেন অভিনেতা। সব ছবির জন্য নিচ্ছেন ১৩০ কোটি রুপির আশপাশে। তবে করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে ছাড়ও দিচ্ছেন অক্ষয়। যেমন—বাল্যবন্ধু প্রযোজক সাজিদ নাদিয়াওয়ালার খাতিরে ‘বচ্চন পাণ্ডে’র জন্য নিয়েছেন ৯৯ কোটি। এবার আরেক প্রযোজক বাসু ভাগনানিকেও ছাড় দিচ্ছেন অক্ষয়। এই প্রযোজকের ছবি ‘বেল বটম’-এর জন্য ১১৭ কোটি পারিশ্রমিক পাওয়ার কথা অভিনেতার। এপ্রিলে ছবিটি মুক্তির কথা থাকলেও করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে সেটা হয়নি। প্রযোজক আশঙ্কা করছেন পরিস্থিতির যতই উন্নতি হোক হলে মুক্তির পর ছবি আগের মতো ব্যবসা করবে না, ওটিটিতে খুব বেশি অর্থ পাওয়া যাবে না। তাই অভিনেতাকে অনুরোধ করেছিলেন পারিশ্রমিক কমাতে। ভারতের চলচ্চিত্রবিষয়ক সাইট ‘বলিউড হাঙ্গামা’ জানিয়েছে, প্রযোজকের অনুরোধ মেনে ৩০ কোটি রুপি ছাড় দিতে রাজি হয়েছেন অভিনেতা। এখন এ ছবির জন্য তাঁকে ৮৫ থেকে ৯০ কোটির মধ্যে পারিশ্রমিক দেওয়া হবে। তবে হলে মুক্তির পর ছবিটি যদি ব্যাপকভাবে ব্যবসাসফল হয় তবে অক্ষয়ের পারিশ্রমিকও বাড়বে। অক্ষয় ছাড়াও মহামারি সময়ে পারিশ্রমিক কমিয়েছেন সালমান খানও। ঈদের মুক্তি পাওয়া ‘রাধে—ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’-এর জন্য নিজের স্বাভাবিক পারিশ্রমিকের অনেক কম নিয়েছিলেন তিনি।সাতদিনের সেরা