kalerkantho

শনিবার । ৯ শ্রাবণ ১৪২৮। ২৪ জুলাই ২০২১। ১৩ জিলহজ ১৪৪২

না থেকেও ছিলেন সুশান্ত

রংবেরং ডেস্ক   

১৪ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেনা থেকেও ছিলেন সুশান্ত

সুশান্ত সিং রাজপুতের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। ২০২০ সালের ১৪ জুন মুম্বাইয়ের নিজের বাসা থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় অভিনেতাকে। বক্স অফিসে দারুণ সফল এই অভিনেতা কেন আত্মহত্যা করতে গেলেন—এ নিয়ে তৈরি হয় তুমুল বিতর্ক। পরে বেরিয়ে আসে তাঁর বিষণ্নতা, বাই পোলার রোগে আক্রান্ত হওয়ার খবর। অভিনেতার প্রয়াণের প্রাথমিক ধাক্কা কাটিয়ে আলোচনা শুরু হয় স্বজনপ্রীতি নিয়ে। প্রতিভা থাকার পরও প্রযোজকরা কিভাবে তাঁকে প্রাপ্য সুযোগ থেকে বঞ্চিত করে নিজের স্বজনদের সুযোগ দিয়েছেন, এটাই ছিল বিতর্কের মূল সুর। সেই বিতর্কের আগুনে ঘি ঢালেন কঙ্গনা রানাওয়াত। সুশান্তের পক্ষ নিয়ে একের পর টুইটে তিনি পুরো বলিউডকেই খলনায়ক বানান। অভিনেতার মৃত্যুর ঘটনা তদন্ত করতে গিয়ে সামনে আসে মাদক-যোগ। যে ঘটনায় গ্রেপ্তার হন সুশান্তের কথিত প্রেমিকা অভিনেত্রী রিয়া চক্রবর্তী। জিজ্ঞাসাবাদ করা হয় দীপিকা পাড়ুকোন, সারা আলী খান, রাকুলপ্রীত সিংসহ বলিউডের পরিচিতমুখদের। এর মধ্যে মুক্তি পায় অভিনেতার শেষ ছবি ‘দিল বেচারা’। অনুমিতভাবেই দর্শক ভোটে এটা রেকর্ড রেটিং পায়। এর মধ্যে রিয়া চক্রবর্তী জামিনে মুক্তি পেয়েছেন। সংবাদমাধ্যমে খবর, প্রেমিকের স্মৃতি ভুলতে তিনি মুম্বাই ছেড়ে দক্ষিণে পাড়ি জমিয়েছেন। সুশান্ত সর্বশেষ খবরে আসেন গেল সপ্তাহে। তাঁর মৃত্যুর ঘটনা নিয়ে নির্মিত ছবি ‘ন্যায়—দ্য জাস্টিস’-এর মুক্তি স্থগিত চেয়ে আদালতে আবেদন করেন সুশান্তের বাবা। তবে দিল্লি হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দেন। সব মিলিয়ে না থেকেও গেল এক বছর নিয়মিতই খবরে ছিলেন সুশান্ত।