kalerkantho

শনিবার । ৯ শ্রাবণ ১৪২৮। ২৪ জুলাই ২০২১। ১৩ জিলহজ ১৪৪২

গুজবেই নাখোশ

রংবেরং ডেস্ক   

১৪ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেগুজবেই নাখোশ

কারিনা কাপুর খান

মাস দুই আগে খবর হয়, নতুন একটি চলচ্চিত্রে সীতার চরিত্রে অভিনয় করবেন কারিনা কাপুর খান। গেল সপ্তাহে জানা গেল, অলৌকিক দেশাইয়ের ছবিটিতে নাও থাকতে পারেন কারিনা। কারণ, সীতার চরিত্রে অভিনয়ের জন্য পারিশ্রমিক দ্বিগুণ করে প্রায় ১২ কোটি রুপি দাবি করেছেন অভিনেত্রী। যদিও কারিনার সীতার চরিত্রে অভিনয়, ১২ কোটি দাবি—কোনো খবরই আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তার পরও চটেছে ভক্তরা। কারণ সীতার চরিত্রে অভিনয়ের জন্য বাড়তি অর্থ দাবি তাদের কাছে ধর্মীয় অনুভূতিতে আঘাতের শামিল! এ নিয়ে সামাজিক মাধ্যমে রীতিমতো ঝড় শুরু হয়েছে। টুইটারে কারিনাকে বয়কটের ডাকও দেওয়া হয়েছে। অনেকে বলছে, এটা নাকি পরিকল্পিত। কয়েক মাস আগে ‘তাণ্ডব’ সিরিজে অভিনয় করে হিন্দুদের মনে আঘাত দিয়েছেন সাইফ আলী খান। এবার তাঁর স্ত্রীও একই পথে হাঁটছেন। এ নিয়ে কারিনার টুইটার দেয়ালে একের পর এক মন্তব্য এলেও অভিনেত্রী মুখে কুলুপ এঁটেছেন।

সূত্র : জিনিউজ