kalerkantho

শনিবার । ৯ শ্রাবণ ১৪২৮। ২৪ জুলাই ২০২১। ১৩ জিলহজ ১৪৪২

প্রসূনের বাগদান

রংবেরং প্রতিবেদক   

১৪ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে



প্রসূনের বাগদান

বিজ্ঞাপন, নাটক, টেলিছবি, এমনকি চলচ্চিত্রেও অভিনয় করেছেন প্রসূন আজাদ। খানিকটা অভিমান করেই তিন বছর আগে মিডিয়াকে বিদায় জানিয়েছিলেন সাবেক এই লাক্স তারকা। এখন অনলাইন ব্যবসা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এর মধ্যেই হঠাৎ বাগদান সেরে ফেললেন প্রসূন। পাঁচ বছর ধরে ফারহানের সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন। ১২ জুন সন্ধ্যায় সেই সম্পর্ক পরিণতি পেল। প্রসূনের বাড়িতে পারিবারিকভাবেই হয়েছে বাগদান। উপস্থিত ছিলেন উভয় পক্ষের অভিভাবকরা। প্রসূন বলেন, ‘জীবনে অনেক চড়াই-উতরাই পার করে এই অবস্থানে এসেছি। ফারহানকে দীর্ঘদিন ধরে চিনেছি। অনেকবার ভেবেছি সম্পর্কটি নিয়ে। শেষ পর্যন্ত মনে হয়েছে আমার জীবনে তার মতো ধৈর্যশীল ও সত্মানুষ প্রয়োজন। বাকি জীবনটা আমি ফারহানের সঙ্গেই কাটাতে চাই।’ প্রসূনের মা-বাবা দুজনই পুলিশ কর্মকর্তা। চাকরির সুবাদে বাবা ঢাকার বাইরে আছেন। তিনি ঢাকায় এলেই বিয়ের আনুষ্ঠানিকতার দিনক্ষণ চূড়ান্ত করা হবে।