kalerkantho

শনিবার । ১৬ শ্রাবণ ১৪২৮। ৩১ জুলাই ২০২১। ২০ জিলহজ ১৪৪২

এবার রাশির পালা

রংবেরং ডেস্ক   

১৩ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেএবার রাশির পালা

রাশি খান্না

ভারতে ওটিটির উত্থানের পর একের পর এক দক্ষিণী ভারতীয় অভিনেত্রী আঞ্চলিক গণ্ডি পেরিয়ে হয়ে উঠেছেন সর্বভারতীয়। যার সর্বশেষ উদাহরণ সামান্থা আক্কিনেনি। তুমুল জনপ্রিয় এই তেলেগু অভিনেত্রী ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর দ্বিতীয় সিজনে অভিনয় করে এখন আলোচনার শীর্ষে। সম্ভবত এর পরের জায়গা নিতে যাচ্ছেন দক্ষিণের আরেক অভিনেত্রী রাশি খান্না। ‘বেঙ্গল টাইগার’, ‘সুপ্রিম’, ‘ভেংকি মামা’র মতো ব্যবসাসফল ছবির অভিনেত্রী কিছুদিন আগেই চুক্তিবদ্ধ হয়েছেন ‘দ্য ফ্যামিলি ম্যান’ নির্মাতাদ্বয় রাজ ও ডিকের নতুন সিরিজে। নাম ঠিক না হওয়া সিরিজটিতে শহীদ কাপুরের সঙ্গে অভিনয় করবেন তিনি। এখানেই শেষ নয়, অজয় দেবগনের প্রথম ওয়েব সিরিজ ‘রুদ্র’তেও দেখা যাবে তাঁকে। গত সপ্তাহেই চূড়ান্ত হয়েছেন রাশি। বিবিসির সিরিজ ‘লুথার’-এর অফিশিয়াল হিন্দি রিমেক ‘ডিজনি প্লাস হটস্টার’-এর ‘রুদ্র’। এ ছাড়া রাশি সম্প্রতি শেষ করেছেন হিন্দি ‘আন্ধাধুন’-এর মালয়ালাম রিমেক। যেখানে তাঁর বিপরীতে আছেন পৃথ্বিরাজ। আরো খবর, ‘বাহুবলী’ তারকা প্রভাসের নতুন প্রজেক্টেও অভিনয় করবেন রাশি। সব মিলিয়ে ভিন্ন ভিন্ন ভাষায় বড় পর্দা ও ওয়েবে বেশ কয়েকটি বড় প্রজেক্ট আসছে তাঁর। সামনে রাশির রাশি যে ভালো যাবে তাতে সন্দেহ নেই।

সূত্র : ফিল্মিবিট