kalerkantho

রবিবার । ১৭ শ্রাবণ ১৪২৮। ১ আগস্ট ২০২১। ২১ জিলহজ ১৪৪২

আরো খবর

১২ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে►    করোনা বিরতি শেষে ২১ জুন ফের শুরু হচ্ছে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোনের ছবি ‘পাঠান’-এর শুটিং। ছবিতে আরো আছেন জন আব্রাহাম ও ইমরান হাশমি।

►    রাজনীতিবিদ বিনায়ক দামোদর সাভারকরের বায়োপিকে অভিনয় করবেন আয়ুষ্মান খুরানা।

►    এ বছর মুক্তি পাওয়া বিজয়ের হিট তামিল ছবি ‘মাস্টার’-এর হিন্দি রিমেকে অভিনয় করবেন সালমান খান। আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি। এ ছাড়া রবি তেজার ‘খিলাড়ি’র স্বত্ব কিনেছে সালমানের প্রযোজনা সংস্থা।

►    ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর তৃতীয় কিস্তির জন্য ২০-২২ কোটি রুপি পারিশ্রমিক পাবে মনোজ বাজপাই, জানিয়েছে বিভিন্ন সূত্র। 

►    অজয় দেবগনের প্রথম ওয়েব সিরিজ ‘রুদ্র’র শুটিং শুরু হবে ২১ জুন। সিরিজে আছেন দক্ষিণী অভিনেত্রী রাশি খান্নাও।

►    সুশান্ত সিং রাজপুতের জীবন অবলম্বনে নির্মিত ছবি ‘ন্যায়—দ্য জাস্টিস’-এর মুক্তি স্থগিত চেয়ে প্রয়াত অভিনেতার বাবার আবেদন খারিজ করে দিয়েছেন দিল্লি হাইকোর্ট।

►    র‌্যাপার কেনি ওয়েস্ট ও রাশিয়ান মডেল ইরিনা শায়েক প্রেম করছেন—পশ্চিমা গণমাধ্যমগুলো এমন খবর করলেও দুই তারকা এখনো চুপ।সাতদিনের সেরা