kalerkantho

রবিবার । ১৭ শ্রাবণ ১৪২৮। ১ আগস্ট ২০২১। ২১ জিলহজ ১৪৪২

বিটিভিতে ঈদুল আজহা

৫ দিনে ৪০টিরও বেশি অনুষ্ঠান

রংবেরং প্রতিবেদক   

১২ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেকোরবানির ঈদের এখনো প্রায় দেড় মাস বাকি। এর আগেই ঈদের অনুষ্ঠানের ছক করে ফেলেছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। করোনার কারণে রোজার ঈদ আয়োজন চার দিনব্যাপী হলেও এবারের আয়োজন পাঁচ দিনের। এরই মধ্যে ৪০টিরও বেশি বিশেষ অনুষ্ঠানের পরিকল্পনার কথা জানিয়েছে রাষ্ট্রায়ত্ত চ্যানেলটি। বিটিভির নিজস্ব প্রযোজনায় এবার প্রচারিত হবে পাঁচটি নাটক—ইমদাদুল হক মিলনের রচনায় ‘বিয়ের কয়েকদিন আগে’, বৃন্দাবন দাসের রচনায় ‘চারিত্রিক সনদ’, পান্থ শাহরিয়ারের রচনায় ‘বকুলের আয়না’, বদরুল আনাম সৌদের রচনায় ‘আকাশ ভাবনা’ ও মীর সাব্বিরের রচনায় ‘হাম্বা ডট কম’। চেনা-জানা অনুষ্ঠানের মধ্যে থাকবে ‘আনন্দমেলা’, ‘ছায়াছন্দ’, ‘ব্যান্ড শো’, ‘পাপেট শো’ ও ‘ঈদ আড্ডা’। এ ছাড়া থাকবে ‘বঙ্গবন্ধুর ঈদ’, ‘বৃত্তের বাইরে’, সরাসরি সংগীতানুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, শিশুতোষ ম্যাগাজিন, জাদুবিষয়ক অনুষ্ঠান, ‘বৃদ্ধাশ্রমে ঈদ’, ‘পথে-প্রান্তরে ঈদ’ ও ‘প্রবাসীদের ঈদ’।

বিটিভির উপমহাপরিচালক (অনুষ্ঠান) ড. তাসমিনা আহমেদ বলেন, ‘আমাদের মূল লক্ষ্য থাকবে বিনোদনমূলক অনুষ্ঠানের মাধ্যমে দর্শকদের যতটা সম্ভব বিনোদন দেওয়া। তারকাবহুল অনুষ্ঠান যেমন আছে, ঠিক তেমনি সামাজিক দায়বদ্ধতাও যেন আমরা ভুলে না যাই, সে কারণে কোরবানির তাৎপর্য, পশুর চামড়া সংরক্ষণ ও বর্জ্য অপসারণ নিয়েও অনুষ্ঠান থাকছে। সব বয়সী, সব শ্রেণির দর্শকদের কথা ভেবেছি আমরা। অনুষ্ঠানগুলো সুন্দরভাবে সম্পন্ন করার জন্যই এবার একটু আগেভাগে পরিকল্পনা করেছি।’সাতদিনের সেরা