kalerkantho

রবিবার । ১৭ শ্রাবণ ১৪২৮। ১ আগস্ট ২০২১। ২১ জিলহজ ১৪৪২

ফারুকীর নৃত্যশৈলী

রংবেরং প্রতিবেদক   

১২ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেফারুকীর নৃত্যশৈলী

জানুয়ারিতে জানা গিয়েছিল জি-ফাইভের জন্য আট পর্বের সিরিজ করছেন মোস্তফা সরয়ার ফারুকী। নামধাম কী? সিরিজের বিষয়বস্তু, অভিনয় করছেন কারা? এত দিন কিছুই প্রকাশ করেননি ‘টেলিভিশন’ পরিচালক। বৃহস্পতিবার রাতে হঠাৎ করেই ফেসবুকে নাম প্রকাশ না করা সিরিজটির ‘বিহাইন্ড দ্য সিন’ প্রকাশ করেন ফারুকী। এক মিনিট ৪৮ মিনিটের ভিডিওতে দেখা গেছে কলাকুশলীদের বিশাল কর্মযজ্ঞ। ভিডিওটি পোস্ট করে ফারুকী লেখেন, ‘ফাইনালি সময় এসেছে বিড়ালটা ব্যাগের বাহির করার। এই কয়েক মাস আমরা সবাই মিলে একটা ধুনের ভেতর ছিলাম। ১৪ তারিখ বিকেল ৪টায় আমাদের সঙ্গে লাইভে আমন্ত্রণ। গল্প হবে, আড্ডা হবে, জানা যাবে আমরা আসলে করছিলামটা কী?’

ভিডিওতে অভিনয়শিল্পীদের মধ্যে দেখা গেছে মামুনুর রশীদ, আফজাল হোসেন, নুসরাত ইমরোজ তিশা, তাসনিয়া ফারিণ, হাসান মাসুদ, মারিয়া নূর, ইরেশ যাকের, মুকিত জাকারিয়া, শরাফ আহমেদ জীবনসহ অনেককে। মজার ব্যাপার হলো, বিহাইন্ড দ্য সিনে ফারুকীকে দেখা গেছে নাচতে ও গাইতে। তাঁর গান নিয়ে কথা বলেছেন অনেকেই, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো আলোচনার জন্ম দিয়েছে তাঁর নাচ। ‘নৃত্যশৈলী প্রদর্শনের নেপথ্যের বিষয়টা কী?’ ফারুকীর কাছে জানতে চাওয়া হলে তিনি সহাস্যে বলেন, ‘সেটাই তো বলব ১৪ জুন, বিকেল ৪টায়।’সাতদিনের সেরা