kalerkantho

সোমবার । ৭ আষাঢ় ১৪২৮। ২১ জুন ২০২১। ৯ জিলকদ ১৪৪২

শোবিজে করোনা

১১ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবিনা মূল্যে টিকা

ভারতের বিনোদন জগতে কাজ করা শিল্পী, কলাকুশলীদের বিনা মূল্যে করোনার টিকা দেওয়ার উদ্যোগে নিয়েছেন নির্মাতা রাজকুমার হিরানি, করণ জোহর ও প্রযোজক মহাবীর জৈন। এই তিনজনের সংগঠন ‘চেঞ্জ উইদিন ইনিশিয়েটিভ’ ও আরেকটি সংস্থা ‘আর্ট অব লিভিং’ মিলে এ উদ্যোগ নিয়েছে। তিনজন ছাড়াও এই উদ্যোগের সঙ্গে যুক্ত আছেন সঞ্জয় দত্ত, কপিল শর্মা, ভূমি পেদনেকর প্রমুখ।

 

সনু, উর্বশীর সাহায্য

তামিলনাড়ু, পাঞ্জাব, উত্তরাখণ্ড, মহারাষ্ট্রসহ ভারতের ১৮ স্থানে অক্সিজেন প্লান্ট বসানোর উদ্যোগ নিয়েছেন সনু সুদ। নতুন উদ্যোগ সম্পর্কে সনু বলেন, ‘আমরা সবচেয়ে বড় যে সমস্যার মুখোমুখি হয়েছি সেটা হলো অক্সিজেন সংকট। ঠিক করেছি যত বেশি সম্ভব অক্সিজেন প্লান্ট তৈরি করব।’