kalerkantho

বুধবার । ২ আষাঢ় ১৪২৮। ১৬ জুন ২০২১। ৪ জিলকদ ১৪৪২

এবার অন্তর্জাল-এ সিয়াম

রংবেরং প্রতিবেদক   

১১ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেএবার অন্তর্জাল-এ সিয়াম

পরিচালক, প্রযোজকদের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিয়াম

পরিচালক দীপংকর দীপনের ‘অপারেশন সুন্দরবন’ ছবিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। ছবিটি এখনো মুক্তি পায়নি। তবে এর আগেই পরিচালকের পরের ছবি ‘অন্তর্জাল’-এ চুক্তিবদ্ধ হলেন অভিনেতা। ৭ জুন সন্ধ্যায় ছবির প্রযোজনা সংস্থা মোশন পিপল স্টুডিওর সঙ্গে সিয়ামের চুক্তি হয়। সাইবার থ্রিলার ধাঁচের ছবিটিতে প্রযুক্তিপ্রেমী তরুণ লুমিনের চরিত্রে অভিনয় করবেন সিয়াম। সিয়াম বলেন, ‘যে চরিত্রটি করছি সে হ্যাকিং রোধ ও সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করে। অথচ সে কখনোই প্রাতিষ্ঠানিক শিক্ষা নেয়নি। এ রকম একটি চরিত্র দর্শকদের কিভাবে বিশ্বাস করানো যাবে—সেটা নিয়ে আমি বেশ চিন্তিত। প্রতিদিনই ওয়ার্কশপ করছি।’ ছবির নায়িকা ঠিক হয়নি। শিগগিরই অন্য পাত্র-পাত্রীদের নাম ঘোষণা হবে বলে প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়। দীপন বলেন, ‘আগামীর যুদ্ধটা হবে সাইবারে। আমাদের যোদ্ধারা সেই যুদ্ধ মোকাবেলায় কতটা প্রস্তুত—সেই ভাবনা থেকেই এ চলচ্চিত্র।’ ছবির সব চরিত্রই বাস্তব চরিত্র অবলম্বনে তৈরি। এ জন্য চিত্রনাট্য লিখতে প্রচুর গবেষণা করতে হয়েছে বলে তিনি জানান। ২৪ জুন থেকেই ঢাকার বিভিন্ন লোকেশনে শুরু হবে শুটিং। পরিকল্পনা আছে বিদেশে শুটিংয়ের। তবে সেটার দিনক্ষণ নির্ভর করছে কভিড পরিস্থিতির ওপর।

‘অন্তর্জাল’ তৈরি হচ্ছে সরকারের আইসিটি বিভাগের উদ্যোগে। এ বছরের ফেব্রুয়ারিতে প্রথম এ ছবির ঘোষণা দেওয়া হয়।