kalerkantho

শনিবার । ১০ আশ্বিন ১৪২৮। ২৫ সেপ্টেম্বর ২০২১। ১৭ সফর ১৪৪৩

নূর-এ ন্যাড়া শুভ

রংবেরং প্রতিবেদক   

১০ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনূর-এ ন্যাড়া শুভ

রায়হান রাফির ‘নূর’ ছবিতে অভিনয় করবেন আরিফিন শুভ, পাঠকরা এই খবর আগেই জেনেছেন। নতুন খবর হলো, ছবির শেষের চার মিনিটের দৃশ্যের জন্য শুভকে ন্যাড়া হতে হবে। জুনেই ছবিটির শুটিং হওয়ার কথা থাকলেও ন্যাড়া হতে হবে বলে শুটিং পিছিয়ে আগস্টের শেষ সপ্তাহে নিয়েছেন পরিচালক। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘বঙ্গবন্ধু’তে অভিনয় করছেন শুভ। আগস্টের প্রথম সপ্তাহে ছবির শেষ অংশের শুটিং হওয়ার কথা। এরপরই ‘নূর’-এর জন্য সময় দেবেন শুভ। তিনি বলেন, ‘২০ দিন ধরে আমি এই ছবির গল্পে ডুবে আছি। প্রতিনিয়ত গল্প ও চরিত্র ভাঙছি আবার গড়ছি। প্রথমে ন্যাড়া হওয়ার কথা ছিল না। কিন্তু গল্প এমন একটা পর্যায়ে পৌঁছেছে, আমিই সিদ্ধান্ত নিয়েছি শেষ দৃশ্যে ন্যাড়া হওয়ার। জানি চুল বড় না হওয়া পর্যন্ত অন্য কোনো কাজও করতে পারব না। তবু ভালো কিছুর জন্য ছাড় তো দিতেই হবে।’সাতদিনের সেরা