kalerkantho

রবিবার । ১০ শ্রাবণ ১৪২৮। ২৫ জুলাই ২০২১। ১৪ জিলহজ ১৪৪২

আরো খবর

৭ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে♦    লকডাউন শেষে আজ থেকে মহারাষ্ট্রে চলচ্চিত্র ও টিভি অনুষ্ঠানের শুটিং শুরুর অনুমতি দিয়েছে রাজ্য সরকার। তবে শুটিংয়ে অংশ নেওয়া সবাইকে জৈব সুরক্ষা বলয়ে থেকে কাজ করার শর্ত আরোপ করা হয়েছে।

♦    চার বছর পর ফের রামগোপাল ভার্মার ছবিতে অভিনয় করতে যাচ্ছেন অমিতাভ বচ্চন। তবে ছবিটি সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

♦    ‘মিসেস মুখার্জি ভার্সেস নরওয়ে’ ছবিতে রানী মুখার্জির সঙ্গে অভিনয় করবেন ওপার বাংলার অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য।

♦    গেল বছর নেটফ্লিক্সের আলোচিত ছবি ‘৩৬৫ ডেজ’-এর ইতালিয়ান অভিনেতা মিচেন মরনেকে দেখা যেতে পারে করণ জোহরের হিন্দি ছবিতে।

♦    ‘আ কোয়াইট প্লেস’-এর তৃতীয় কিস্তি মুক্তি পাবে ২০২৩ সালের ৩১ মার্চ।

♦    ২৮ মে মুক্তি পাওয়া ‘ক্রুয়েলা’র সিক্যুয়াল আসবে, নিশ্চিত করেছে ডিজনি। প্রথমটির মতো এটিরও প্রধান চরিত্রে অভিনয় করবেন এমা স্টোন।

♦    নিউ ইয়র্কে এক দুর্ঘটনায় আহত হয়েছেন ‘গন গার্ল’ অভিনেত্রী লিসা বানেস। তাঁর অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। সাতদিনের সেরা