kalerkantho

বুধবার । ২০ শ্রাবণ ১৪২৮। ৪ আগস্ট ২০২১। ২৪ জিলহজ ১৪৪২

আজ একটি বিশেষ দিন-এ সাবা

রংবেরং প্রতিবেদক   

৭ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআজ একটি বিশেষ দিন-এ সাবা

ঈদের আগেই ‘আজ একটি বিশেষ দিন’ ছবির শুটিং শুরু করেছিলেন সোহানা সাবা। তবে এত দিন কাউকে জানতে দেননি নতুন ছবির কথা। ভেবেছিলেন শুটিং শেষে ঘটা করে সবাইকে জানাবেন। কিন্তু খবর গোপন থাকেনি। ছবির পরিচালক মাসুমা তানি প্রথম মুখ খোলেন। পরে ছবিটি নিয়ে কথা বলেন সাবা, ‘পুরো একটা বছর ঘরবন্দি ছিলাম। ভেবেছিলাম করোনা শেষে কাজে ফিরব। তবে এক বছর যাওয়ার পর বুঝলাম করোনা এত সহজে আমাদের ছাড়বে না। করোনার মধ্যেই শুটিং করতে হবে। ঈদের আগে ছবির প্রথম লটের শুটিং করেছিলাম। ১ জুন থেকে বাকি অংশের কাজ করছি। আমি সবসময় ভালো গল্পে কাজ করার চেষ্টা করি। এই গল্পটিও সবার ভালো লাগবে।’ ‘আজ একটি বিশেষ দিন’ প্রযোজনা করছে শাপলা মিডিয়া। হলের পাশাপাশি ছবিটি ‘সিনেবাজ’ অ্যাপেও মুক্তি পাওয়ার কথা। সাতদিনের সেরা