kalerkantho

মঙ্গলবার । ৮ আষাঢ় ১৪২৮। ২২ জুন ২০২১। ১০ জিলকদ ১৪৪২

আরো খবর

১৯ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে-    অ্যামাজন প্রাইমের তুমুল জনপ্রিয় সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর দ্বিতীয় সিজন প্রিমিয়ার হবে ৪ জুন। একই মাসে অ্যামাজনেই প্রিমিয়ার হবে বিদ্যা বালানের ছবি ‘শেরনি’র।

-    বিয়ে করেছেন আরিয়ানা গ্রান্দে। একটি ঘরোয়া অনুষ্ঠানে প্রেমিক ডালটন গোমেজকে বিয়ে করেন তিনি। গেল ডিসেম্বরে তাঁদের বাগদান হয়।

-    এ পর্যন্ত করোনাদুর্গতের জন্য ১১ কোটি রুপির তহবিল সংগ্রহ করেছেন অনুশকা শর্মা ও বিরাট কোহলি দম্পতি। প্রিয়াঙ্কা চোপড়া করেছেন   ১০ লাখ ডলার।

-    গেল বছর জনপ্রিয়তা পাওয়া ওয়েব ছবি ‘এনোলা হোমস’-এর সিক্যুয়াল আসবে, নিশ্চিত করেছে নেটফ্লিক্স। প্রধান দুই চরিত্রে আগের মতোই থাকছেন হেনরি কাবিল ও মিলি ববি ব্রাউন।

-    ২৭ মে এইচবিও ম্যাক্সে প্রিমিয়ার হবে ‘ফ্রেন্ডস রিইউনিয়ন স্পেশাল’।

-    ‘ফোরডি উইথ ডেমি লোভাটো’ নামে নতুন একটি পডকাস্ট সিরিজ উপস্থাপনা করবেন গায়িকা ডেমি লোভাটো। সাপ্তাহিক অনুষ্ঠানটির প্রতি পর্বেই থাকবেন একজন অতিথি। প্রথম পর্বে থাকবেন অভিনেত্রী জেন ফন্ডা। তাঁরা আলোচনা করবেন মানসিক স্বাস্থ্য নিয়ে। অনুষ্ঠানটি শুরু হবে ১৯ মে।