kalerkantho

মঙ্গলবার । ৮ আষাঢ় ১৪২৮। ২২ জুন ২০২১। ১০ জিলকদ ১৪৪২

অভিনয়ের স্বীকৃতি

রংবেরং ডেস্ক   

১৯ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেঅভিনয়ের স্বীকৃতি

স্কারলেট জোহানসন

প্রায় দুই দশকের ক্যারিয়ারে স্কারলেট জোহানসন কাজ করেছেন কোয়েন ভাতৃদ্বয়, ক্রিস্টোফার নোলান, স্পাইক জোন্সসহ নামি অনেক পরিচালকের সঙ্গে। গেল কয়েক বছরে মার্ভেলের ছবিগুলোতে ‘ব্ল্যাক উইডো’র চরিত্রে অভিনয় করে বিশ্বব্যাপী জনপ্রিয়তা পেয়েছেন। ২০২০ সালে ‘জোজো র‌্যাবিট’ ও ‘ম্যারেজ স্টোরি’র কল্যাণে অস্কারে পেয়েছিলেন জোড়া মনোনয়ন। নন্দিত অভিনেত্রী এবার কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন ‘জেনারেশন অ্যাওয়ার্ড’। পুরস্কারটি দেয় এমটিভি। ১৭ মে অনুষ্ঠিত হয়েছে ‘এমটিভি মুভি ও টিভি অ্যাওয়ার্ড’। সেখানেই জোহানসনকে এই পুরস্কার দেওয়া হয়। অভিনেত্রী অবশ্য অনুষ্ঠানে হাজির ছিলেন না। ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, ‘এটা আমার কাছে বিশেষ কিছু। ভক্তদের ধন্যবাদ দীর্ঘদিন ধরে আমার কাজ পছন্দ করে যাওয়ার জন্য।’ এক বিবৃতিতে এমটিভি জানায়, বিভিন্ন ঘরানার ছবিতে দীর্ঘদিন ধরে দাপটের সঙ্গ অভিনয়ের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হয়েছে জোহানসনকে। তিনি ছাড়াও একই অনুষ্ঠানে দেওয়া হয়েছে আরেকটি বিশেষ পুরস্কার ‘কমেডিক জিনিয়াস অ্যাওয়ার্ড’, যা পেয়েছেন ‘বোরাত’ খ্যাত সাশা ব্যারন কোহেন। জোহানসন ছাড়াও এর আগে ‘জেনারেশন অ্যাওয়ার্ড’ পেয়েছেন সান্ড্রা বুলক, জিম ক্যারি, টম ক্রুজ, জনি ডেপ, রবার্ট ডাউনি জুনিয়র, ডোয়াইন জনসন প্রমুখ। এবারের এমটিভি মুভি ও টিভি অ্যাওয়ার্ডে সেরা ছবির পুরস্কার পেয়েছে ‘টু অল দ্য বয়েজ—অলওয়েজ অ্যান্ড ফরএভার’।

সূত্র : এমটিভি