kalerkantho

বৃহস্পতিবার । ১০ আষাঢ় ১৪২৮। ২৪ জুন ২০২১। ১২ জিলকদ ১৪৪২

রাধের রেকর্ড

রংবেরং ডেস্ক   

১৮ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসালমান খানের বহুল প্রতীক্ষিত ছবি ‘রাধে—ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’ মুক্তি পেয়েছে ঈদে। হল ও ওটিটিতে একই সঙ্গে মুক্তি পায় ছবিটি। করোনার কারণে ভারতে হলে তেমন ভিড় না হলেও রেকর্ড গড়েছে ওয়েবে। প্রথম দিনই ছবিটি দেখেন ৪২ লাখ মানুষ! ভারতে অন্য কোনো ছবিই প্রথম দিন এত মানুষ দেখেনি। দর্শক চাপ সামাল দিতে না পেরে প্রথম দিন ‘জি ফাইভ’-এর সার্ভার চারবার ক্রাশ করে। দর্শকের এত ভালোবাসার পর মুদ্রার উল্টো পিঠও দেখেন সালমান। ‘আইএমডিবি’তে ছবিটির স্কোর মোটে ১.৯! শুরুতে তিন থাকলেও সেটা কমতে কমতে এই পর্যায়ে এসে থেমেছে, আশঙ্কা আছে আরো কমার। প্রায় সব সমালোচকই ছবির কট্টর সমালোচনা করেছেন। খাপছাড়া চিত্রনাট্যের কারণে ছবিটি মোটেও জমেনি বলে তাদের মত। মুক্তির দিনই ‘রাধে’র পাইরেটেড সংস্করণ ফাঁস হয়েছে ইন্টারনেটে। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে ছবির ব্যবসা। এক টুইটে ভক্তদের সতর্ক করে সালমান বলেছেন,  পাইরেটেড কপি দেখলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অভিনেতার টুইটের পরপরই জি ফাইভ পাইরেসির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশের সাইবার সেলে আবেদন করেছে।সাতদিনের সেরা