kalerkantho

রবিবার । ৬ আষাঢ় ১৪২৮। ২০ জুন ২০২১। ৮ জিলকদ ১৪৪২

দক্ষিণের আরেক বিজয়ের সঙ্গে

রংবেরং ডেস্ক   

১২ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদক্ষিণের আরেক বিজয়ের সঙ্গে

কিছুদিন আগেই চূড়ান্ত হয়েছে জনপ্রিয় দক্ষিণী তারকা বিজয় সেথুপতির সঙ্গে অভিনয় করবেন ক্যাটরিনা কাইফ। শ্রীরাম রাঘবনের ‘ম্যারি ক্রিসমাস’ ছবিতে দেখা যাবে তাঁদের। নতুন খবর, আরেক বিজয় মানে বিজয় দেবারকণ্ডার সঙ্গেও জুটি বাঁধতে চলেছেন ক্যাট। অন্য বিজয়ের মতো ইনিও দক্ষিণ ভারতের অভিনেতা। ‘অর্জুন রেড্ডি’ খ্যাত অভিনেতার প্রথম বলিউড ছবি ‘লিগার’ এখন রয়েছে মুক্তির অপেক্ষায়।

এর মধ্যেই ক্যাটরিনার সঙ্গে নতুন ছবি চূড়ান্ত হওয়ার অপেক্ষায়। নাম ঠিক না হওয়া ছবিটি তৈরি হবে হিন্দি, তামিল, তেলেগুসহ ভারতের বিভিন্ন আঞ্চলিক ভাষায়। অভিনেতার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, সম্প্রতি শিবা নির্ভানা ও কোরাটালা শিবার সঙ্গে দুই ছবির চুক্তি করেছেন বিজয়। এর একটিতে অভিনয় করবেন ক্যাটরিনা। ছবির চিত্রনাট্য বিজয় ও ক্যাট দুজনই খুব পছন্দ করেছেন।

 

সূত্র : বলিউড হাঙ্গামা