kalerkantho

শনিবার । ৫ আষাঢ় ১৪২৮। ১৯ জুন ২০২১। ৭ জিলকদ ১৪৪২

শোবিজে করোনা

১০ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেশোবিজে করোনা

সারা আলী খান

তাঁদের অনুদান

অভিনেতা সনু সুদের ফাউন্ডেশনে অনুদান দিয়েছেন সারা আলী খান। সনু এক টুইটে জানিয়েছেন, ‘অনেক ধন্যবাদ। তোমার জন্য গর্ব হচ্ছে। তোমার অনুদান তরুণদের উৎসাহিত করবে। তুমি সত্যিকারের হিরো।’ অনুদানের অঙ্ক অবশ্য জানানো হয়নি। সনু জানিয়েছেন, এই অর্থ অক্সিজেন সিলিন্ডারের পেছনে খরচ করা হবে।

অনুদান দিয়েছেন রাভিনা ট্যান্ডনও। ৩০০ অক্সিজেন সিলিন্ডার অনুদান দেওয়ার খবর প্রকাশ করেছেন নিজের ইনস্টাগ্রামে।

 

অনুদান সংগ্রহে করণ, সামান্থা, কৃতি

অনলাইনে তহবিল সংগ্রহের উদ্যোগ ‘আ ব্রিদ ফর ইন্ডিয়া—কোভি ক্রাইসিস রিলিফ’-এর সঙ্গে যুক্ত হয়েছেন এক ঝাঁক তারকা। লারা দত্ত ও শ্যামল ভালাভঝির উপস্থাপনায় গত রাতে অনলাইনে সম্প্রচারিত এই উদ্যোগ অংশ নেন করণ জোহর, সামান্থা, কৃতি শ্যানন, অভিষেক বচ্চন, অনুপম খের প্রমুখ।

 

টিকা নিলেন ফারহান, অ্যানিস্টন

দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন জেনিফার অ্যানিস্টন। টিকা দেওয়ার পর ভক্তদের জানান, তিনি খুবই সুস্থ বোধ করছেন। একই সঙ্গে উপযুক্তদের দ্রুত টিকা নেওয়ার পরামর্শও দেন।

এদিকে ভারতে টিকার প্রথম ডোজ নিয়েছেন ফারহান আখতার। টুইটারে তিনি সবাইকে ধৈর্য নিয়ে টিকা নেওয়ার আহ্বান জানান।