kalerkantho

শনিবার । ৫ আষাঢ় ১৪২৮। ১৯ জুন ২০২১। ৭ জিলকদ ১৪৪২

আবার জুটি

রংবেরং ডেস্ক   

১০ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআবার জুটি

‘দেবদাস’-এর পর পরিচালক সঞ্জয়লীলা বানসালি ও অভিনেতা শাহরুখ খান জুটিকে ফের এক ছবিতে দেখা যেতে পারে। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও ‘ইজহার’ ছবিতে এই পরিচালক-নায়ক জুটির পুনর্মিলন প্রায় নিশ্চিত। সূত্র জানিয়েছে, চার বছর আগেই এই ছবি করতে চেয়েছিলেন বানসালি। কিন্তু নানা কারণে হয়নি। সত্য ঘটনা অবলম্বনে লেখা হয়েছে ছবির চিত্রনাট্য। গল্প এক ভারতীয় যুবক ও নরওয়েজিয়ান তরুণীর প্রেম নিয়ে।

সূত্র : বলিউড হাঙ্গামাসাতদিনের সেরা