kalerkantho

শনিবার । ৫ আষাঢ় ১৪২৮। ১৯ জুন ২০২১। ৭ জিলকদ ১৪৪২

অবশেষে ঘুড্ডিতে চড়ে

রংবেরং প্রতিবেদক   

১০ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঅবশেষে ঘুড্ডিতে চড়ে

৪১ বছর আগে ১৯৮০ সালে মুক্তি পেয়েছিল সৈয়দ সালাহউদ্দীন জাকীর বহুল আলোচিত ছবি ‘ঘুড্ডি’। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ছবিটি বিশেষ একটি স্থানে আছে। এই চলচ্চিত্রের ৩০ বছর পূর্তিতে একটি বিশেষ উদ্যোগ নিয়েছিলেন চলচ্চিত্রকর্মী আবির শ্রেষ্ঠ। ছবিটির প্রধান চরিত্রের অভিনেতা রাইসুল ইসলাম আসাদ, সুবর্ণা মুস্তাফা ও নির্মাতা সৈয়দ সালাহউদ্দীন জাকীকে নিয়ে গেলেন নারায়ণগঞ্জে, যেখানে ছবিটির শুটিং হয়েছিল। সেখানে তাঁদের নিয়ে নির্মাণ করলেন তথ্যচিত্র ‘ঘুড্ডিতে চড়ে’। ১১ বছর আগে নির্মিত তথ্যচিত্রটি কোনো টিভি চ্যানেল, এমনকি কোনো ডিজিটাল প্ল্যাটফর্মেও প্রচারিত হয়নি। এবার ঈদে ইউটিউবে প্রকাশিত হবে সেটি। ১৪ মে রাত ৮টায় ‘টি-সিনেমা’র ইউটিউব চ্যানেলে হবে প্রিমিয়ার, তথ্যচিত্রটির মাধ্যমেই যাত্রা শুরু করবে চ্যানেলটি।

নির্মাতা আবির শ্রেষ্ঠ বলেন, “গত এক দশকে কোনো টিভি চ্যানেলই উপযুক্ত অর্থ দিয়ে ৩০ মিনিট দৈর্ঘ্যের তথ্যচিত্রটি প্রচার করতে চায়নি। টি-সিনেমা আমাদের চলচ্চিত্রকেন্দ্রিক একটি মুভমেন্ট। চলচ্চিত্রের কাজ করতে গিয়ে আমরা দীর্ঘদিন ধরে বেশ কিছু কনটেন্ট তৈরি করছি। তারই একটি ‘ঘুড্ডিতে চড়ে’। ছবিটি দিয়েই আমাদের ইউটিউব চ্যানেল উদ্বোধন হতে যাচ্ছে।”সাতদিনের সেরা