kalerkantho

রবিবার । ৬ আষাঢ় ১৪২৮। ২০ জুন ২০২১। ৮ জিলকদ ১৪৪২

ঈদে প্রেক্ষাগৃহে একমাত্র ছবি

রংবেরং প্রতিবেদক   

৯ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরোজার ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল ‘অন্তরাত্মা’, ‘বিদ্রোহী’, ‘শান’, ‘মিশন এক্সট্রিম’-এর মতো বড় বড় ছবি। কিন্তু শেষ পর্যন্ত কোনো ছবিই মুক্তি পাচ্ছে না। তবে কিছুদিন আগে ঘোষণা দেওয়া অমি বনি কথাচিত্রের ‘সৌভাগ্য’ এই ঈদে মুক্তি পাচ্ছে অর্ধশতাধিক হলে। এর মধ্যে চূড়ান্ত হয়েছে ২৬টি হল। প্রদর্শক সমিতির সাবেক সহসভাপতি মিয়া আলাউদ্দিন বলেন, “সরকার হল বন্ধ রাখার বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয়নি এখনো। তা ছাড়া হলে বরাবরই রোজা ও কোরবানির ঈদে ব্যবসা হয়। তাই আমরা প্রযোজক ও নির্মাতাদের কাছে ছবি চেয়েছিলাম। ‘সৌভাগ্য’ ছবির প্রযোজক ছবি মুক্তি দিতে রাজি হয়েছেন। আমরাও ছবিটির হল বুকিং শুরু করেছি।” ‘সৌভাগ্য’র পরিচালক এফ আই মানিক। ২০১১ সালে ছবিটির শুটিং শুরু হলেও দীর্ঘ ১০ বছর আটকে ছিল নানা কারণে। উল্লেখ্য, ‘সৌভাগ্য’ ডিপজল-মৌসুমী জুটির চুক্তিবদ্ধ হওয়া প্রথম ছবি ছিল। তবে এই জুটির প্রথম হলে মুক্তি পাওয়া ছবি ‘দুলাভাই জিন্দাবাদ’।