kalerkantho

শনিবার । ৫ আষাঢ় ১৪২৮। ১৯ জুন ২০২১। ৭ জিলকদ ১৪৪২

ইয়ামির নিরাপদ আশ্রয়

রংবেরং ডেস্ক   

৮ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেইয়ামির নিরাপদ আশ্রয়

ইয়ামি গৌতম

গেল বছর দীর্ঘ লকডাউনে কাজ বন্ধ ছিল। ভারতে করোনার দ্বিতীয় ঢেউ আঘাত হানার পর ফের অনিচ্ছায় বিরতি নিতে হয়েছে ইয়ামি গৌতমকে। এদিকে দেশটিতে প্রায় প্রতিদিনই চার লাখ করে নতুন রোগী শনাক্ত হচ্ছে। কঠিন এই সময়ে অভিনেত্রী ফিরে গেছেন নিজের বাড়ি চণ্ডিগড়ে, যা তাঁর ভাষায় ‘নিরাপদ আশ্রয়’। ‘একটি চরিত্রে অভিনয়ের জন্য অনেক প্রস্তুতি নিতে হয়। কিন্তু সব প্রস্তুতির পর হঠাৎ শুটিং পেছালে খুব মন খারাপ হয়। তবে দেশে যা হচ্ছে সে তুলনায় আমার এই দুঃখ কিছুই না। সব মিলিয়ে আমি ভীষণ মর্মামত। মুম্বাইয়ে একটুও ভালো লাগছিল না, তাই পরিবারের কাছে চলে এসেছি। গেল এক বছরে আমার বড় উপলদ্ধি—পরিবারই সবচেয়ে বড় আশ্রয়, বড় শক্তির জায়াগা’, বলেন ইয়ামি। এ বছর তাঁর আটটি ছবি মুক্তির কথা ছিল। কিন্তু এই পরিস্থিতিতে সেই আশা সুদূরপরাহত। ‘মানুষের এখন জীবন নিয়ে টানাটানি, সব কিছুই অনিশ্চিত। ছবি মুক্তি স্থগিত, শুটিং স্থগিত হতে থাকলে পেশাদার শিল্পী হিসেবে আমাদেরও অনিশ্চয়তায় পড়তে হবে’, বলেন তিনি। ‘টাইমস অব ইন্ডিয়া’কে দেওয়া সাক্ষাৎকারে কভিডকে মানবজাতির জন্য সবচেয়ে বড় শাস্তি হিসেবেও অভিহিত করেন ইয়ামি।সাতদিনের সেরা