kalerkantho

শনিবার । ৫ আষাঢ় ১৪২৮। ১৯ জুন ২০২১। ৭ জিলকদ ১৪৪২

অমিতাভই থাকছেন

রংবেরং ডেস্ক   

৮ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঅমিতাভই থাকছেন

ভারতের কভিড পরিস্থিতিতে অনেক সিনিয়র অভিনেতাই ক্যামেরার সামনে থেকে বিরতি নিয়েছেন। তাই অনেকেই ধারণা করেছিলেন ‘কৌন বনেগা ক্রৌড়পতি’র এবারের সিজনে দেখা যাবে না অমিতাভ বচ্চনকে। তবে সনি টিভির আনুষ্ঠানিক এক ইনস্টাগ্রাম পোস্টে সব অনিশ্চয়তার অবসান ঘটেছে। বরাবরের মতো ‘কেবিসি’র ১৩তম সিজনেও থাকবেন ‘বিগ বি’। চ্যানেলের শেয়ার করা ভিডিওতে অভিনেতা জানিয়েছেন, ১০ মে থেকে নতুন সিজনের অডিশন শুরু হবে। মূল প্রতিযোগিতা কবে শুরু হবে সেটা অবশ্য জানা যায়নি।

গেল বছরও করোনা থেকে সেরে ওঠার পর ‘কেবিসি’র শুটিং করেছিলেন অমিতাভ। প্রচণ্ড ঠাণ্ডার মধ্যেও লাদাখে অংশ নিয়েছিলেন একটি বিজ্ঞাপনের শুটিংয়ে। তখন এক সাক্ষাৎকারে বলেছিলেন, পেশাদার অভিনেতা হিসেবে অনির্দিষ্টকাল তাঁর পক্ষে ঘরে বসে থাকা অসম্ভব। অন্যদের মতো সতর্কতা মেনে তিনিও কাজ করতে চান।

অমিতাভ অভিনীত ‘মে ডে’ ছবির কাজ অবশ্য করোনা পরিস্থিতির কারণে স্থগিত হয়েছে। এই ছবিতে আরো আছেন অজয় দেবগন ও রাকুলপ্রীত সিং।

সূত্র : হিন্দুস্তান টাইমসসাতদিনের সেরা