kalerkantho

বৃহস্পতিবার । ১০ আষাঢ় ১৪২৮। ২৪ জুন ২০২১। ১২ জিলকদ ১৪৪২

নতুন করে শোনো সোমা

রংবেরং প্রতিবেদক   

৬ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনতুন করে শোনো সোমা

বেলাল খান

‘প্রতিরোধ’ ছবিতে কুমার বিশ্বজিৎ ও হৈমন্তী শুক্লার গাওয়া ‘শোনো সোমা, একটু দাঁড়াও’ গানটি দারুণ জনপ্রিয়তা পায়। নজরুল ইসলাম বাবুর লেখা ও শেখ সাদী খানের সুর ও সংগীতে গানটি এখনো অনেকের কাছে প্রিয়। এবার গানটি নতুন করে তৈরি করতে যাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া সুরকার বেলাল খান। এর মধ্যে গানটির স্বত্বাধিকারী প্রতিষ্ঠান জি সিরিজের সঙ্গে কথাও বলেছেন তিনি। বেলাল বলেন, ‘অনেক আগে থেকেই গানটি আমার প্রিয়। যখনই গানটি নিয়ে আলোচনা করি সবাই আমাকে আধুনিক সংগীতায়োজনে গানটি করার পরামর্শ দেন। জি সিরিজের কর্ণধার খালেদ ভাইয়ের সঙ্গে বিষয়টি নিয়ে পরামর্শ করেছি। তিনিও সায় দিয়েছেন। আমার ইচ্ছা আছে নতুন ভার্সনটি কুমার বিশ্বজিৎ দাদাকে দিয়েই গাওয়ানোর। আপাতত সংগীত করছি। তারপর দাদাকে মিউজিক ট্র্যাকটা পাঠাব।’সাতদিনের সেরা