kalerkantho

বৃহস্পতিবার । ১০ আষাঢ় ১৪২৮। ২৪ জুন ২০২১। ১২ জিলকদ ১৪৪২

ঈদে বিটিভি প্রযোজিত চার নাটক

রংবেরং প্রতিবেদক   

৬ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঈদে বিটিভি প্রযোজিত চার নাটক

‘শূন্য ঘরে পূর্ণ জীবন’ নাটকের একটি দৃশ্য

এবার ঈদে বাংলাদেশ টেলিভিশন নিজস্ব প্রযোজনায় নির্মাণ করেছে চারটি নাটক। করোনার কারণে এবার ঈদ আয়োজন হবে সীমিত পরিসরে। প্রতিবার সাত দিনব্যাপী ঈদ আয়োজন হলেও এবার হবে চার দিনব্যাপী। প্যাকেজ যুগের পরও বিটিভি নিজস্ব প্রযোজনায় অন্য পরিচালকদের ঈদ নাটক প্রচার করে আসছিল। এবার সর্বাধিক চারটি নাটক প্রযোজনা করল রাষ্ট্রায়ত্ত চ্যানেলটি। গতবার সাত দিনব্যাপী আয়োজনে বিটিভির নিজস্ব নাটক ছিল তিনটি। এবার নিজস্ব চার নাটকের বাইরে এখন পর্যন্ত অন্য কোনো নাটক জমা পড়েনি।

এবারের নাটক চারটি হলো ‘ফুফুর ঈদ’, ‘শূন্য ঘরে পূর্ণ জীবন’, বিবাহ বিভ্রাট’ ও ‘আহ্লাদে আটখানা’। নাটকগুলোয় অভিনয় করেছেন আনিসুল ইসলাম, ফারহানা মিলি, আফজাল শরীফ, সাজু খাদেম, ঊর্মিলা শ্রাবন্তী কর প্রমুখ। সাতদিনের সেরা