ঢাকা, রবিবার ২০ জুলাই ২০২৫
৫ শ্রাবণ ১৪৩২, ২৪ মহররম ১৪৪৭

ঢাকা, রবিবার ২০ জুলাই ২০২৫
৫ শ্রাবণ ১৪৩২, ২৪ মহররম ১৪৪৭
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন

কার জয় কার হার

রংবেরং ডেস্ক
রংবেরং ডেস্ক
শেয়ার
কার জয় কার হার

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে এবার বিনোদনজগতের যত তারকা প্রার্থী হয়েছেন, আগে কখনোই এমনটা দেখা যায়নি। পুরনো অভিনেতারা তো বটেই, হাল-আমলের তারকাদের প্রায় সবাই শামিল হয়েছিলেন ভোটের লড়াইয়ে। বেশির ভাগ বড় তারকা অবশ্য নাম লিখিয়েছিলেন ভারতীয় জনতা পার্টি [বিজেপি] শিবিরে। তবে রাজ্যটিতে দলের মতো হার হয়েছে তাঁদেরও।

শক্তিমান অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী গেল দুইবারই বারাসাত থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে জয়ী হয়েছিলেন। ধারাবাহিকতা ধরে রেখে এবার জয়ের হ্যাটট্রিক পূর্ণ করেছেন। প্রায় ২৪ হাজার ভোটের ব্যবধানে জিতেছেন তিনি। তাঁর মতোই দলটির দীর্ঘদিনের কাণ্ডারি গায়ক ইন্দ্রনীল সেন।
তিনিও ৩০ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছেন চন্দননগর থেকে। তবে প্রথমবারের মতো প্রার্থী হয়েই তৃণমূলের হয়ে বাজিমাত করেছেন অভিনেতা জুন মালিয়া, সোহম চক্রবর্তী, কাঞ্চন মল্লিক ও পরিচালক রাজ চক্রবর্তী। চারজন জিতেছেন যথাক্রমে মেদিনীপুর, চণ্ডীপুর, উত্তরপাড়া ও বারাকপুর থেকে। প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করেই জিতেছেন রাজ।
ভীষণ খুশি ‘বোঝে না সে বোঝে না’ পরিচালক, ‘জীবনের নতুন একটা অধ্যায় শুরু হয়েছে। দায়িত্ব বেড়েছে। অনেক মানুষ আশা নিয়ে আমার দিকে তাকিয়ে। তাদের দেওয়া কথা রাখবই।’ এ ছাড়া বিনোদন দুনিয়া থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে এবার নির্বাচিত হয়েছেন লাভলি মৈত্র, বীরবাহা হাঁসদা, অদিতি মুন্সি।

তবে তিন নায়িকা কৌশানী মুখোপাধ্যায়, সায়নী ঘোষ ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ হয়েছেন। কৃষ্ণনগর উত্তর, আসানসোল দক্ষিণ ও বাঁকুড়া থেকে হেরে গেছেন তাঁরা। হেরে যাওয়া তারকাদের তালিকা অবশ্য বিজেপিতেই বেশি লম্বা। রুদ্রনীল ঘোষ, বাবুল সুপ্রিয়, পায়েল সরকার, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, তনুশ্রী দত্ত, যশ দাশগুপ্ত,  পার্ণো মিত্র, অঞ্জনা বসু, লকেট চট্টোপাধ্যায় থেকে পাপিয়া অধিকারী—সবাই ধরাশায়ী। এই দলের তারকাদের মধ্যে জিতেছেন কেবল হিরণ চট্টোপাধ্যায় ও অগ্নিমিত্রা পাল। খড়গপুর সদর ও আসানসোল দক্ষিণ থেকে জিতেছেন তাঁরা।

এ ছাড়া সিপিএমের হয়ে প্রার্থী হয়েছিলেন অভিনেতা দেবদূত ঘোষ। তিনিও পরাজিত হয়েছেন।

সূত্র : সংবাদ প্রতিদিন

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

আরো খবর

শেয়ার
আরো খবর

কলকাতায় এক সাক্ষাৎকারে জয়া আহসান জানিয়েছেন, এখন থেকে কাজ কম করবেন। বছরে একটি, নয়তো সর্বোচ্চ দুটি ছবিতে দেখা যাবে তাঁকে।

গতকাল অভিনেতা আফজাল হোসেনের ৭১তম জন্মদিন ঘটা করে পালন করেছে চ্যানেল আই। এই কিংবদন্তির জন্মদিনের কেক কাটতে চ্যানেল আইয়ে হাজির হয়েছেন অভিনেতা আবুল হায়াত, আফসানা মিমি, চঞ্চল চৌধুরী, মডেল নোবেলসহ শোবিজের অনেকেই।

নিজের গানের ভিডিও চিত্র নিজেই নির্মাণ করবেন বলে ঘোষণা দিয়েছেন প্রত্যয় খান।

মুক্তির দিনে ২০ কোটি রুপি আয় করেছে নতুন জুটি আহান পান্ডে ও অনিত পাড্ডা অভিনীত সাইয়ারা। মুহিত সুরি পরিচালিত ছবিটি মুক্তির আগেই ৮৫ হাজার টিকিট বিক্রি হয়েছিল।

প্রাসঙ্গিক
মন্তব্য
টিভি হাইলাইটস

মাটির নিচে ৪০ দিন

শেয়ার
মাটির নিচে ৪০ দিন

একটি কঠিন পরীক্ষায় অংশ নেন ১৪ জন স্বেচ্ছাসেবক। ৪০ দিনের জন্য মাটির নিচে অন্ধকার প্রকোষ্ঠে রাখা হয় তাঁদের। সময় জানার কোনো যন্ত্রও দেওয়া হয় না তাঁদের। এমন পরিস্থিতিতে মানুষ কিভাবে খাপ খাইয়ে নেয়, সময়জ্ঞান হারালে শরীর ও মস্তিষ্ক কিভাবে প্রতিক্রিয়া জানায়, তা নিয়ে তথ্যচিত্র ডিপ টাইম : ফরটি ডেইজ অব ডার্কনেস

দেখা যাবে ডয়েচে ভেলেতে, সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে।

প্রাসঙ্গিক
মন্তব্য
অন্তর্জাল

কুবেরা

শেয়ার
কুবেরা
‘কুবেরা’ ছবির দৃশ্য

বঙ্গোপসাগরে লুকিয়ে থাকা দুর্লভ এক তেলখনির খোঁজ পায় মুম্বাইয়ের প্রভাবশালী ও উচ্চাকাঙ্ক্ষী ব্যবসায়ী নীরজ মিত্র। এটিকে ঘিরে অর্থ, প্রভাব ও রাজনৈতিক নিয়ন্ত্রণে ব্যবহারের গোপন এক পরিকল্পনা করেন। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য তিনি সহায়তা চান সাবেক সিবিআই কর্মকর্তা দীপকের। গত মাসে মুক্তি পাওয়া তামিল ছবি কুবেরার কাহিনি এটি।

শুক্রবার অ্যামাজন প্রাইম ভিডিওতে এসেছে ধনুষ, রাশমিকা মানদানা, নাগার্জুন অভিনীত ছবিটি।

প্রাসঙ্গিক
মন্তব্য
চলচ্চিত্র

মায়ের অধিকার

শেয়ার
মায়ের অধিকার
‘মায়ের অধিকার’ ছবিতে ববিতা ও সালমান শাহ

অভিনয়ে সালমান শাহ, ববিতা, আলমগীর, শাবনাজ। পরিচালনা শিবলী সাদিক। সকাল ১০টা ১০ মিনিট, আরটিভি।

গল্পসূত্র : জাহান মঞ্জিলে নতুন বউ এসেছে।

গরিব ঘরের মেয়ে বলে পুত্রবধূকে মেনে নেয় না বেগম মমতাজ জাহান। পুত্র শাহেদকে কৌশলে বিদেশে পাঠিয়ে দেয়। এই সুযোগে সন্তানসম্ভাবনা পুত্রবধূ আশাকে বাড়ি থেকে বের করে দেয়। শাহেদ দেশে ফিরে জানতে পারে আশা মৃত।
এক বস্তিতে সন্তান রবিনকে নিয়ে থাকে আশা। বড় হয়ে জাহান মঞ্জিলে মায়ের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে নামে রবিন।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ