kalerkantho

বুধবার । ২৯ বৈশাখ ১৪২৮। ১২ মে ২০২১। ২৯ রমজান ১৪৪২

ছয় বছর পর

রংবেরং প্রতিবেদক   

২৩ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেছয় বছর পর

২০১৫ সালে রুবেল আনুষের ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ ছবিতে অভিনয় করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া শিল্পী সিমলা। পরবর্তী সময়ে ছবিটির নাম পরিবর্তন হলেও এখনো আছে মুক্তির অপেক্ষায়। দীর্ঘ ছয় বছর পর নতুন ছবিতে চুক্তিবদ্ধ হলেন সিমলা। জেসমিন আক্তার নদীর পরিচালনায় ‘চৈত্র দুপুর’ ছবিতে দেখা যাবে তাঁকে। সিমলা বলেন, ‘ভালো গল্পের জন্য অপেক্ষায় ছিলাম। অবশেষে অপেক্ষার পালা শেষ হলো। ২০ এপ্রিল থেকে শুটিং শুরু করার কথা ছিল। কিন্তু করোনার কারণে সম্ভব হলো না। আশা করছি লকডাউন শেষ হলেই শুটিং শুরু করব।’ ছবির পরিচালক নদী বলেন, ‘সিমলা আমার পছন্দের অভিনেত্রী। তাঁকে নিয়ে কাজ করার ইচ্ছা ছিল অনেক দিন ধরে। এবার সেই ইচ্ছা পূরণ হলো। সিমলা সব সময় চরিত্রের ভিন্নতা চান। আমার গল্পে তাঁকে নতুনভাবে পাবে দর্শক।’  সাতদিনের সেরা