kalerkantho

বুধবার । ২৯ বৈশাখ ১৪২৮। ১২ মে ২০২১। ২৯ রমজান ১৪৪২

তারকাদের একহাত

রংবেরং ডেস্ক   

২৩ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেতারকাদের একহাত

শ্রুতি হাসান

ভারতে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ শুরুর পর থেকেই বলিউড তারকারা ছুটি কাটাতে মালদ্বীপ পাড়ি দেওয়া শুরু করেছেন। এখন দ্বীপ দেশটিতে আছেন রণবির কাপুর, আলিয়া ভাট, জাহ্নবি কাপুর, সারা আলী খান, টাইগার শ্রফ ও দিশা পাটানি। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্তর সমালোচনাও চলছে। অনেকে মনে করেন, করোনা থেকে পালিয়ে বাঁচতেই দলে দলে তারকারা দেশ ছাড়ছেন। এবার সমালোচকদের দলে যোগ দিলেন অভিনেত্রী শ্রুতি হাসানও। তাঁর মতে, এটা ‘সুবিধাবাদী’ আচরণ। ‘তাঁদের ছুটি নিয়ে আমি ভীষণ খুশি। হয়তো তাঁদের জন্য এটা দরকার ছিল। তবে আমার মনে হয় এখন মাস্ক ছাড়া সুইমিং পুলে ঘুরে বেড়ানোর ছবি দেওয়ার সময় নয়। এটা সবার জন্যই কঠিন সময়। অনেকের আচরণ দেখে মনে হতে পারে তাঁরা নিজেরা কত ভালো আছেন সেটা হয়তো সাধারণ মানুষকে দেখিয়ে বেড়াচ্ছেন।’

সূত্র : হিন্দুস্তান টাইমসসাতদিনের সেরা