kalerkantho

বুধবার । ৫ জ্যৈষ্ঠ ১৪২৮। ১৯ মে ২০২১। ৬ শাওয়াল ১৪৪

আরো খবর

২১ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআরো খবর

♦ মিস ইউনিভার্সের যুক্তরাষ্ট্র পর্বে অংশ নিতে পারছেন না তানজিয়া জামান মিথিলা। এই আয়োজনের বাংলাদেশি অংশের পরিচালক শফিক ইসলাম জানিয়েছেন, লকডাউন ও ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে মূল আয়োজনে অংশ নেওয়া সম্ভব হচ্ছে না। তবে মিথিলা বলেন, ‘মূলত আমেরিকার ভিসা না থাকায় আমার যাওয়া হচ্ছে না।’

♦ জি বাংলার জনপ্রিয় রিয়ালিটি শো ‘ডান্স বাংলা ডান্স’-এর দশম সিজনে বিচারক হিসেবে দেখা যাবে গোবিন্দ, জিৎ ও শুভশ্রীকে।

♦ ঋভু দাশগুপ্তর নাম ঠিক না হওয়া একটি থ্রিলার ছবিতে অভিনয় করছেন পরিণীতি চোপড়া। তুরস্কে চলছে শুটিং। পরিণীতির বিপরীতে আছেন হার্ডি সান্ধু।

♦ বিবিসির জনপ্রিয় সিরিজ ‘লুথার’-এর হিন্দি রিমেক ‘রুদ্র—দ্য  এজ অব ডার্কনেস’-এ অভিনয় করবেন অজয় দেবগন। ডিজনি প্লাস হটস্টারে প্রচারিত হবে সিরিজটি।

♦ মার্ভেলের সিরিজ ‘সিক্রেট ইনভেশন’-এ দেখা যেতে পারে অলিভিয়া কোলম্যানকে।সাতদিনের সেরা