kalerkantho

বুধবার । ৫ জ্যৈষ্ঠ ১৪২৮। ১৯ মে ২০২১। ৬ শাওয়াল ১৪৪

এক বছরে তৃতীয়বার

রংবেরং ডেস্ক   

২১ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেএক বছরে তৃতীয়বার

টেইলর সুইফট

গেল এক বছর ধরেই টেইলর সুইফটের দারুণ পারফরম্যান্স। পর পর দুই অ্যালবাম মুক্তি দিয়ে অনেক দিন টপ চার্টে রাজত্ব করেছেন। এরপর নিজের পুরনো অ্যালবাম নতুন করে মুক্তি দিয়েছেন। ফের গায়িকা উঠে এসেছেন বিলবোর্ড টপ চার্টের এক নম্বরে। এবার তিনি ‘হট ২০০’ চার্টের শীর্ষে উঠেছেন ‘ফিয়ারলেস’ অ্যালবামের জন্য। এ নিয়ে এক বছরের কম সময়ের মধ্যে তৃতীয়বারের মতো এই চার্টের শীর্ষস্থান দখল করলেন তিনি। এর আগে দুবার ছিলেন ‘ফোকলোর’ ও ‘এভারমোর’-এর জন্য। এই সাফল্যে এক বার্তায় ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন গায়িকা। ‘ফিয়ারলেস’ মূলত ২০০৮ সালের অ্যালবাম। সেবার গায়িকার অ্যালবামটি মুক্তির পরও ব্যাপক সাফল্য পায়। গেল বছর আইনি জটিলতায় আগের প্রযোজনা সংস্থার কাছে নিজের প্রথম ছয় অ্যালবামের স্বত্ব হারান সুইফট। এরপরই ঘোষণা দেন পর্যায়ক্রমে অ্যালবামগুলো নতুন করে রেকর্ড করে মুক্তি দেওয়ার।

 

সূত্র : সিএনএনসাতদিনের সেরা