kalerkantho

শনিবার । ২৫ বৈশাখ ১৪২৮। ৮ মে ২০২১। ২৫ রমজান ১৪৪২

আরো খবর

২০ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে♦ পরিণীতি চোপড়া অভিনীত সানিয়া নেহওয়ালের বায়োপিক ‘সানিয়া’ ২৩ এপ্রিল অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে। ছবিটি গেল মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

♦ ‘গাঙ্গুবাঈ কাথিওয়াড়ি’ ছবিতে আলিয়া ভাটের বিপরীতে অভিষেক হবে পার্থ সামথানের।

♦ বহুল আলোচিত ছবি ‘মালিক’ প্রেক্ষাগৃহেই মুক্তি পাবে, নিশ্চিত করেছেন ফাহাদ ফাসিল।

♦ ‘সঞ্জু’র পর ফের রাজকুমার হিরানির সঙ্গে ছবি করতে চলেছেন রণবির কাপুর। হিরানি এখন শাহরুখ খানকে নিয়ে একটি চিত্রনাট্য লিখছেন। এটা শেষেই শুরু হবে রণবিরকে নিয়ে ছবির কাজ। তবে ছবিটি ‘পিকে’র সিক্যুয়াল নয়, নিশ্চিত করেছে হিরানির প্রযোজনা সংস্থার বিভিন্ন সূত্র।

♦ ‘হ্যারি পটার’, ‘পিকি ব্লাইন্ডার্স’খ্যাত ব্রিটিশ অভিনেত্রী হেলেন ম্যাকক্রোরি ৫২ বছর বয়সে মারা গেছেন। তিনি ক্যান্সারে ভুগছিলেন।সাতদিনের সেরা