kalerkantho

সোমবার । ৩ জ্যৈষ্ঠ ১৪২৮। ১৭ মে ২০২১। ০৪ শাওয়াল ১৪৪

ফ্রেন্ডস-এ থাকবেন বিবারও

রংবেরং ডেস্ক   

২০ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেফ্রেন্ডস-এ থাকবেন বিবারও

জাস্টিন বিবার

জাস্টিন টিম্বারলেক, লেডি গাগা থেকে সেলেনা গোমেজ—গানের সঙ্গে অভিনয়টা অনেকেই নিয়মিত করেন। জাস্টিন বিবার ঠিক সেই দলের না হলেও মাঝেমধ্যে অতিথি চরিত্রে অভিনয় করেছেন। তাঁকে দেখা গেছে ‘ম্যান ইন ব্ল্যাক’, ‘জুল্যান্ডার ২’সহ বেশ কয়েকটি ছবিতে। ফের অতিথি চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন কানাডিয়ান গায়ক। তবে এবারেরটি খুবই স্পেশাল। বহুল আলোচিত ‘ফ্রেন্ডস—দ্য রিইউনিয়ন স্পেশাল’-এ দেখা যাবে বিবারকে। শোটির একটি পর্বের জন্য তিনি এরই মধ্যে শুটিং শেষ করেছেন। এ তথ্য জানিয়েছেন বিবার নিজেই, ‘এই সিরিজের অংশ হতে পেরে খুবই সম্মানিত বোধ করছি।’ জানা গেছে, সিরিজের একটি পর্বে ‘ফ্রেন্ডস’দের অতিথি হিসেবে হাজির হবেন তিনি।

জনপ্রিয় শো ‘ফ্রেন্ডস’-এর ২৫ বছর পূর্তি উপলক্ষে তৈরি হচ্ছে ‘ফ্রেন্ডস—দ্য রিইউনিয়ন স্পেশাল’। এইচবিও ম্যাক্স-এ সিরিজটি এ বছরই প্রচার হওয়ার কথা।

সূত্র : ডেইলি মেইল