kalerkantho

শনিবার । ২৫ বৈশাখ ১৪২৮। ৮ মে ২০২১। ২৫ রমজান ১৪৪২

শোবিজে করোনা

২০ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেশোবিজে করোনা

রণবির কাপুর ও আলিয়া ভাট

মালদ্বীপে রণবির-আলিয়া

দিন কয়েক আগে-পরে দুজনই কভিড পজিটিভ হয়েছিলেন। রণবির কাপুর ও আলিয়া ভাট দুজনই এখন সুস্থ। তবে করোনা নেগেটিভ হলেও দুই তারকা এখনো ধকল কাটিয়ে উঠতে পারেননি। মানসিকভাবে চাঙ্গা হতে এই প্রেমিক জুটি এবার উড়াল দিলেন মালদ্বীপ। গতকাল সকালে সাদা পোশাক পরা রণবির-আলিয়া মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি বিমানবন্দরে ক্যামেরাবন্দি হন।

 

করোনা উপসর্গ কবরীর ছেলের

প্রয়াত অভিনেত্রী সারাহ বেগম কবরীর ছেলে শাকের চিশতীর শরীরে করোনা উপসর্গ দেখে দিয়েছে। রবিবার রাত থেকেই জ্বরে ভুগছেন, স্বাদ-গন্ধও পাচ্ছেন না। অক্সিজেন স্যাচুরেশন কমে যাওয়ায় গতকাল হাসপাতালে গিয়ে ফুসফুসের সিটি স্ক্যান করেন। পরে কভিড টেস্টও করার কথা।

 

গার্নারের করোনা চ্যালেঞ্জ

জেনিফার গার্নার সব সময়ই ইতিবাচক মানসিকতার। তবে দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে মহামারির সঙ্গে যুদ্ধ করাটা অভিনেত্রীর জন্য ভীষণ চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। ‘ঘরে থাকাটা আমার জন্য তেমন সমস্যার না। কিন্তু বাচ্চাদের সামলানো, তাদের পড়াশোনার দেখভাল করা ভীষণ চ্যালেঞ্জিং। জানি না এর শেষ কোথায়’, বলেন গার্নার।সাতদিনের সেরা