kalerkantho

রবিবার । ২৬ বৈশাখ ১৪২৮। ৯ মে ২০২১। ২৬ রমজান ১৪৪২

শোবিজে করোনা

১৪ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেশোবিজে করোনা

ফরিদ আহমেদ

ফরিদ আহমেদ আর নেই

জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী সংগীত পরিচালক ফরিদ আহমেদ মারা গেছেন। গতকাল মঙ্গলবার সকাল ৯টায় স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দুই সপ্তাহ ধরে করোনায় আক্রান্ত ছিলেন ফরিদ। প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি ছিলেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে ১১ এপ্রিল স্কয়ার হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। তবু শেষরক্ষা হয়নি। রায়েরবাজার বধ্যভূমি কবরস্থানে ফরিদকে দাফন করা হয়েছে।


নেগেটিভ হয়ে বাসায় অক্ষয়

গত ৪ এপ্রিল করোনা পজিটিভ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অক্ষয় কুমার। এবার সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অভিনেতা। ১২ এপ্রিল রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অক্ষয়ের বাড়ি ফেরার কথা জানান তাঁর স্ত্রী টুইঙ্কল খান্না। একটি কার্টুন পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘সুস্থ ও নিরাপদ অবস্থায় তাকে পাশে পাওয়া আনন্দের।’


যেমন আছেন ভূমি

গেল সপ্তাহেই করোনায় আক্রান্ত হওয়ার কথা জানান ভূমি পেদনেকর। এর পর থেকেই মুম্বাইতে নিজের বাড়িতে আছেন আইসোলেশনে। প্রিয় অভিনেত্রীর শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন ভক্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের আশ্বস্ত করে ভূমি জানিয়েছেন, মৃদু উপসর্গ থাকলেও মোটের ওপর ভালোই আছেন তিনি।


স্বেচ্ছাবন্দিত্বে পবন কল্যাণ

বক্স অফিসে তাঁর নতুন ছবি ‘ওয়াকিল সাব’ দারুণ করছে। হিন্দি ‘পিংক’-এর তামিল রিমেকটির সাফল্যের মধ্যেই দক্ষিণী অভিনেতা পেলেন দুঃসংবাদ। তাঁর রাজনৈতিক দল জন সেনা পার্টির বেশ কয়েকজন কর্মী কভিড পজিটিভ। সম্প্রতি তাঁদের সংস্পর্শে এসেছেন তিনিও। এরপর বাড়িতেই আইসোলেশনে আছেন পবন কল্যাণ।সাতদিনের সেরা