kalerkantho

রবিবার । ২৬ বৈশাখ ১৪২৮। ৯ মে ২০২১। ২৬ রমজান ১৪৪২

উইকেন্ডের বাড়ি কিনলেন ম্যাডোনা

রংবেরং ডেস্ক   

১৪ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেউইকেন্ডের বাড়ি কিনলেন ম্যাডোনা

যুক্তরাষ্ট্রের ওয়েস্ট কোস্টে নতুন বাড়ি কিনলেন গায়িকা ম্যাডোনা। সাড়ে ১২ হাজার বর্গফুটের বাড়ি কিনতে খরচ পড়েছে এক কোটি ৯৩ লাখ ডলার [১৬৭ কোটি টাকা]। বাড়ির আগের মালিক ছিলেন জনপ্রিয় কানাডীয় র‌্যাপার দ্য উইকেন্ড। তাঁর কাছ থেকেই বাড়িটি কিনেছেন পপসম্রাজ্ঞী। ২০১৭ সালে বাড়িটি কিনেছিলেন উইকেন্ড। মাত্র চার বছর আগে কেনা বাড়িটি গায়ক কেন বেচলেন জানা যায়নি। বিলাসবহুল বাড়িটির মূল ভবনে রয়েছে সাতটি বেডরুম,  ৯টি বাথরুম, ব্যায়ামাগার, থিয়েটার, গ্যারেজ ও বাস্কেটবল কোর্ট। রয়েছে আরেকটি আলাদা ভবনও। দুই বেডরুমের ভবনটি অতিথিশালা। রয়েছে সুইমিংপুল ও বাগান। সব মিলিয়ে বাড়িটিকে বিলাসবহুল ফার্মহাউস বলে অভিহিত করেছে পশ্চিমা গণমাধ্যম। জানা গেছে, শিগগিরই সন্তানদের নিয়ে নতুন বাড়িতে উঠবেন ম্যাডোনা।

 

সূত্র : পিপলডটকমসাতদিনের সেরা