kalerkantho

মঙ্গলবার । ৪ জ্যৈষ্ঠ ১৪২৮। ১৮ মে ২০২১। ৫ শাওয়াল ১৪৪

আরো খবর

১৩ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআরো খবর

রাধিকা আপ্তে

♦ ভালো চিত্রনাট্য পেলে ওয়েব সিরিজ বা সিনেমা পরিচালনার কথা ভাববেন রাধিকা আপ্তে। গেল বছর একটি স্বল্পদৈর্ঘ্য ছবি দিয়ে পরিচালনায় আসেন অভিনেত্রী।

♦ যথেষ্ট সময় দিতে পারেন না—এই কারণ দেখিয়ে মুম্বাই একাডেমি অব মুভিং ইমেজের সভাপতি পদ থেকে সরে দাঁড়িয়েছেন দীপিকা পাড়ুকোন।

♦ করোনার কারণে ভারতের বক্স অফিসে খরা চললেও বাজিমাত করেছে দুই দক্ষিণী ছবি ‘ভাকেল সাব’ ও ‘কর্ণ’। পবণ কল্যাণ অভিনীত ‘ভাকেল সাব’ হিন্দি ‘পিংক’-এর তেলেগু রিমেক, যা দুই দিনে ১১ কোটি রুপি আয় করেছে। অন্যদিকে ধনুশের ‘কর্ণ’ এখন পর্যন্ত আয় করেছে ২৫ কোটি রুপি।

♦ হলিউড বক্স অফিসে রাজত্ব করছে ‘গডজিলা ভার্সেস কং’। মুক্তির দ্বিতীয় সপ্তাহেও এক কোটি ৩০ লাখ ডলার আয় করেছে।

♦ ১১ বছর পর শেষ হয়েছে জনপ্রিয় সিরিজ ‘শেমলেস’। ১১ এপ্রিল শো টাইমে প্রচারিত হয়েছে শেষ পর্ব।