kalerkantho

সোমবার । ৩ জ্যৈষ্ঠ ১৪২৮। ১৭ মে ২০২১। ০৪ শাওয়াল ১৪৪

বাবার পরামর্শে বদলে যাওয়া

রংবেরং ডেস্ক   

১৩ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেবাবার পরামর্শে বদলে যাওয়া

২০০০ সালে জে পি দত্তর ‘রিফিউজি’ দিয়ে শুরু। প্রথম ছবি মোটামুটি ব্যবসাসফল। তবে এরপর মুদ্রার উল্টো পিঠও দেখেন অভিষেক বচ্চন। একের পর এক ছবি ফ্লপ হতে থাকে। তাঁর অভিনয়, সংলাপ বলা, নাচ নিয়ে কট্টর সমালোচনা চলতে থাকে। সেটা এতটাই যে অভিনয় ছাড়ার কথাও ভেবেছিলেন অভিষেক! নতুন ছবি ‘দ্য বিগ বুল’-এর মুক্তি উপলক্ষে সেই স্মৃতিচারণাই করেছেন অভিষেক, ‘ডজনখানেক ফ্লপের পর কড়া সমালোচনা হচ্ছিল। তখন সোশ্যাল মিডিয়া ছিল না, কিন্তু মূলধারার গণমাধ্যম প্রায় প্রতিদিনই লিখছিল, আমি অভিনয়ের কিছুই জানি না। পাবলিক প্ল্যাটফর্মে ব্যর্থতা খুবই কঠিন। তখন আমার মনে হচ্ছিল, অভিনয়ে আসাই ভুল হয়েছে, এটা আমার জায়গা নয়।’ তবে ছেলের সঙ্গে একমত হতে পারেননি ‘বিগ বি’। ছেলেকে আত্মবিশ্বাসী হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেছিলেন, ‘ছোট-বড়, গুরুত্বপূর্ণ-গুরুত্বহীন—সব চরিত্রকেই সিরিয়াসলি নিতে হবে। নিজের ওপর বিশ্বাস রেখে কাজ করলে সব ঠিকমতোই হবে। অভিনেতা হিসেবে সবাইকে প্রতিদিনই জায়গা ধরে রাখতে যুদ্ধ করতে হয়। তুমি প্রতিটি ছবিতেই উন্নতি করছ।’ বাবার পরামর্শ যে দারুণভাবে কাজে লেগেছে, বলাই বাহুল্য। এরপর অভিষেক কাজ করেন মণি রত্নম, রামগোপাল ভার্মা, ঋতুপর্ণ ঘোষ, অনুরাগ কাশ্যপের মতো পরিচালকের সঙ্গে। উপহার দেন ‘যুবা’, ‘গুরু’, ‘সরকার’-এর মতো ছবি। অভিষেকের সর্বশেষ ছবি ‘দ্য বিগ বুল’ও মুগ্ধ করেছে অমিতাভকে। ৮ এপ্রিল ছবিটি মুক্তির পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলেকে প্রশংসায় ভাসান তিনি।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস