kalerkantho

সোমবার । ৩ জ্যৈষ্ঠ ১৪২৮। ১৭ মে ২০২১। ০৪ শাওয়াল ১৪৪

শোবিজে করোনা

করোনা জয় করেছেন দীঘি

১৩ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকরোনা জয় করেছেন দীঘি

প্রার্থনা ফারদিন দীঘি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘বঙ্গবন্ধু’র শুটিংয়ে অংশ নিতে ২৫ মার্চ মুম্বাই গিয়েছিলেন প্রার্থনা ফারদিন দীঘি। পরের দিন শুটিং শুরু করেন। তবে ২৯ মার্চ তাঁর করোনা ধরা পড়ায় শুটিং বন্ধ রাখেন। চিকিৎসকের পরামর্শে ওষুধ  শুরু করেন। এক সপ্তাহ পরই করোনার ফল নেগেটিভ পান। ৯ এপ্রিল দেশে ফিরলেও করোনায় আক্রান্ত হওয়ার খবর জানালেন রবিবার। দীঘি বলেন, ‘খুব ভয় পেয়েছিলাম। তবে চিকিৎসক আমাকে সাহস দিয়েছেন। শুরুতে একটু শ্বাসকষ্ট হলেও পরে তেমন সমস্যা হয়নি। আমার সঙ্গে বাবাও (অভিনেতা সুব্রত) ছিলেন। তাঁর কিন্তু করোনা হয়নি! অনেকেই বিষয়টি নিয়ে অবাক হয়েছেন।’